ডেস্ক রিপোর্ট ।।
ঢালিউডে হালের ক্রেজ মন্দিরা চক্রবর্তী সম্প্রতি একটি ফেসবুক পোস্টে ‘বস্তা পচা সস্তাসস্তা? না শুধু সস্তা না বস্তা পচা সস্তা’ মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছেন। পোস্টটিতে মন্দিরা কটাক্ষ করে কারও উদ্দেশ্যে এই শব্দগুলো ব্যবহার করেছেন, যা নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
যদিও মন্দিরা কারও নাম উল্লেখ করেননি, তবে নেটিজেনদের ধারণা তিনি এই মন্তব্য সাদিয়া আইমানের দিকে ইঙ্গিত করে করেছেন। প্ল্যাটফর্ম ভিন্ন হলেও দুজনের মধ্যে পূর্বের কিছু বিতর্ক ও পেশাগত প্রতিযোগিতার কারণেই এমন সন্দেহ দেখা দিয়েছে।
এখন পর্যন্ত মন্দিরা এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি, তবে ঢালিউডের ভক্তরা বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তর্ক-বিতর্ক চালিয়ে যাচ্ছেন।