বুধবার, আগস্ট ১৩, ২০২৫

পূর্বাচলে প্লট কেলেঙ্কারি: হাসিনা-জয়সহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

by ঢাকাবার্তা
শেখ হাসিনা ও সজীব ওয়াজে দ জয়

স্টাফ রিপোর্টার ।। 

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ বিচারক জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন।

হাসিনা ও জয় ছাড়াও যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তারা হলেন— সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, শেখ হাসিনার প্রাক্তন একান্ত সচিব মোহাম্মদ সালাহউদ্দিন, সাবেক সিনিয়র সচিব শহীদ উল্লা খন্দকার, সাবেক সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, মোহাম্মদ নুরুল ইসলাম, মেজর (অব.) সামসুদ্দীন আহম্মেদ চৌধুরী, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দিন, উপপরিচালক নায়েব আলী শরীফ, পরিচালক কামরুল ইসলাম ও সহকারী পরিচালক মাজহারুল ইসলাম।

গত বছরের ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সাত সদস্যের নামে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। পরে ছয়টি পৃথক মামলায় ২০২৫ সালের ১০ মার্চ দুদক অভিযোগপত্র অনুমোদন করে এবং তা আদালতে জমা দেয়।

দুদকের অভিযোগ অনুযায়ী, পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ৬০ কাঠা জমির প্লট অবৈধভাবে বরাদ্দ নেওয়া হয়েছে। এই মামলাগুলোতে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net