বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

ঢাকায় হঠাৎ বৃষ্টি: গরমের পর স্বস্তি ফিরেছে নাগরিক জীবনে

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার ।।

রাজধানী ঢাকায় আজ দুপুরের তীব্র রোদ আর গরমের পর হঠাৎ বৃষ্টি নেমে নাগরিক জীবনে স্বস্তি ফিরিয়েছে। দুপুরে রোদের তাপে অতিষ্ঠ শহরবাসী বিকেলে আকাশ কালো হয়ে বাতাসের সঙ্গে বৃষ্টির আগমনে স্বস্তির নিশ্বাস ফেলেছেন।

পুরান ঢাকার বাসিন্দা মারফত জানা যায়, বিকেলের আগে দিয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হলেও কিছুক্ষণ পর বৃষ্টির মাত্রা কমে এসেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গত ১৩ এপ্রিল থেকেই ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ছিল। আজকের এই বৃষ্টি সেই পূর্বাভাসেরই অংশ বলে মনে করা হচ্ছে।

এপ্রিলের এই সময়ে ঢাকায় আবহাওয়া প্রায়ই পরিবর্তনশীল থাকে। দুপুরের গরমের পর বিকেলের বৃষ্টি শহরের ব্যস্ত জীবনে কিছুটা শীতলতা এনেছে। তবে, আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টির মাত্রা আবার বাড়তে পারে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net