ডেস্ক রিপোর্ট ।।
দীর্ঘদিনের বিরতির পর আবারও অভিনয়ে ফিরলেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনুর চাঁদনী। ঈদ উপলক্ষে আজিজুল হাকিমের পরিচালনায় নির্মিত নাটক ‘তুমি আমি ও সে’-তে দেখা যাবে তাঁকে। নাটকটি লিখেছেন অভিনেত্রী ও নির্মাতা জিনাত হাকিম।
অভিনয়ে ফিরলেও চাঁদনী স্পষ্ট করে দিলেন, এখন আর সংখ্যার জন্য কাজ করতে চান না। বরং গল্প ও চরিত্রের গুরুত্ব বিবেচনায় নিয়েই তিনি পর্দায় ফিরেছেন।
চাঁদনী বলেন, “এখন আর শুধু শুধু সংখ্যা বাড়াতে চাই না। গল্প ভালো হওয়াতেই কাজ করেছি। এ চরিত্রে একটি মেয়ের স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয়েছে, যে তার জীবনের স্বাধীনতার জন্য মোহের কাছে ধরা দিতে চায় না।”
চাঁদনী এবারের নাটকে জুটি বেঁধেছেন অভিনেতা আবদুর নূর সজলের সঙ্গে। তাঁরাও দীর্ঘদিন পর একসঙ্গে অভিনয় করছেন।

মেহবুবা মাহনুর চাঁদনী
নাটক ‘তুমি আমি ও সে’-এর গল্প যুক্তরাষ্ট্র থেকে আসা এক তরুণকে কেন্দ্র করে, যার প্রেমের টানাপোড়েনের মাঝখানে উঠে আসে পারিবারিক প্রত্যাশা আর ব্যক্তিগত স্বাধীনতার টানাপোড়েন। এই জটিল আবেগ ও সিদ্ধান্তের দ্বন্দ্বের ভেতর চাঁদনীর চরিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নির্মাতা আজিজুল হাকিম জানান, “চাঁদনী সেই অভিনয়শিল্পীদের একজন, যাঁদের সঙ্গে বোঝাপড়া দীর্ঘদিনের। গল্পের চরিত্রটির জন্য সবচেয়ে মানানসই মনে হয়েছে তাঁকেই।”
একসময় নাচ ও অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করা চাঁদনী এবার পর্দায় ফিরছেন আরও পরিণত অভিনয়শৈলী নিয়ে। তাঁর ভক্তদের জন্য এ এক আনন্দের খবর।