বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

মিরাজের ১০ উইকেট, তবু জিম্বাবুয়ের কাছে ৩ উইকেটে হারলো বাংলাদেশ

by ঢাকাবার্তা
অতিরিক্ত খেলোয়ার জাকির হাসানের ক্যাচ ড্রপের দৃশ্য

ডেস্ক রিপোর্ট ।।

চার দিনের রুদ্ধশ্বাস এক লড়াইয়ের শেষে সিলেট টেস্টে জিম্বাবুয়ের কাছে ৩ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। ম্যাচের শেষ বিকেলে আলোকস্বল্পতার মাঝেই রোমাঞ্চকর জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারীরা। ১৭৪ রানের লক্ষ্য তাড়া করে এটি জিম্বাবুয়ের টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে সবচেয়ে বড় জয়। এর আগে ১৯৯৮ সালে ১৬২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল দলটি।

বাংলাদেশের হয়ে আলো ছড়ালেও ব্যর্থ হলেন মেহেদী হাসান মিরাজ—দুই ইনিংসেই ৫টি করে উইকেট নিয়ে ক্যারিয়ারের তৃতীয়বার ১০ উইকেট পেলেন তিনি, সঙ্গে পূর্ণ করলেন ২০০ উইকেটের মাইলফলক। কিন্তু শেষ পর্যন্ত রিভার্স সুইপে বাউন্ডারি মেরে ম্যাচ শেষ করেন ওয়েসলি মাধেভেরে।

প্রথম ইনিংসে ৫২ রানে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৫০ রানে ৫ উইকেট নেন মিরাজ। তার স্পিন জালে ৯৫ রানের ওপেনিং জুটি ভাঙার পর একের পর এক উইকেট পড়তে থাকে জিম্বাবুয়ের। কিন্তু শেষদিকে রিচার্ড এনগারাভা ও মাধেভেরে জুটি ধস সামাল দিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

ম্যাচ সেরা ব্লেসিং মুজারাবানি

ম্যাচ সেরা ব্লেসিং মুজারাবানি

জিম্বাবুয়ের হয়ে ম্যাচ সেরা ব্লেসিং মুজারাবানি দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেন (৩/৫০ ও ৬/৭২)। তিনি এখন টানা তিন টেস্টে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন এবং দ্রুততম ৫০ টেস্ট উইকেট নেওয়ার দিক দিয়ে হিথ স্ট্রিকের পাশে নাম লেখালেন।

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার দায় নিতে হবে টপ অর্ডার ও মিডল অর্ডারকেই। দ্বিতীয় ইনিংসে ৬০ রান করা নাজমুল হোসেন শান্তকে দিনের শুরুতেই ফেরান মুজারাবানি। এরপর জাকের আলী ৫৮ রান করলেও প্রান্ত বণ্টনে ভুল করে চাপ বাড়ান।

জিম্বাবুয়ের এই জয় ২০১৮ সালের পর বিদেশের মাটিতে প্রথম টেস্ট জয়। সেবারও তারা জিতেছিল সিলেটেই। ইতিহাসে ঘুরেফিরে একই ভেন্যুতে বাংলাদেশকে হারিয়ে স্মরণীয় করে রাখলো তারা।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net