শুক্রবার, আগস্ট ৮, ২০২৫

শেখ হেলালের মেয়ে ‘পার্থর স্ত্রী’ হওয়া সত্ত্বেও বিদেশ যেতে পারলেন না

by ঢাকাবার্তা
আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিন

স্টাফ রিপোর্টার ।।

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে থাইল্যান্ড যেতে দেওয়া হয়নি। তিনি শেখ হেলাল উদ্দীনের কন্যা এবং সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বোন। ‘শেখ হেলালের মেয়ে’ এবং একসময় ধানের শীষে নির্বাচনে অংশ নেওয়া একজন ‘রাজনীতিকের স্ত্রী’ হয়েও, এসবির (স্পেশাল ব্রাঞ্চ) অনুমতি না থাকায় তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি।

ঘটনাটি ঘটে ১৩ মে, মঙ্গলবার দুপুরে। চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককগামী ফ্লাইট ধরতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে জানিয়ে দেয়, স্পেশাল ব্রাঞ্চের অনুমতি ছাড়া তার বিদেশ যাত্রা সম্ভব নয়। এরপর বাধ্য হয়ে তিনি ও তার কন্যা বাড়ি ফিরে যান।

আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিন

আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিন

এই ঘটনাকে ‘বিব্রতকর’ হিসেবে উল্লেখ করে ব্যারিস্টার পার্থ বলেন, “আমার স্ত্রী শেখ পরিবারের একজন সদস্য হলেও তিনি আমার স্ত্রী, তার নিজের একটি পরিচয় আছে। তিনি হাউজওয়াইফ এবং অতীতে ধানের শীষে নির্বাচনও করেছেন।”

তিনি আরও বলেন, “এসবির পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ পরিবারের সদস্যদের এখন আলাদাভাবে ক্লিয়ারেন্স নিতে হয়। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের পর থেকেই এই নিয়ম কড়াকড়িভাবে কার্যকর করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

খালেদা জিয়ার সঙ্গে আন্দালিব রহমান পার্থ ও তার স্ত্রী শেখ শাইরা শারমিন

খালেদা জিয়ার সঙ্গে আন্দালিব রহমান পার্থ ও তার স্ত্রী শেখ শাইরা শারমিন

ঘটনার পর পার্থ সাংবাদিকদের জানান, “আমি আইনের মানুষ। আইনই আমার পেশা। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই আমার স্ত্রী ও কন্যা বিদেশে যাবেন। এ বিষয়ে আমি ইতিমধ্যে অনেকের সঙ্গে কথা বলেছি এবং কয়েকদিনের মধ্যেই সমাধানের আশায় আছি।”

উল্লেখ্য, শেখ মুজিবের ভাতিজা শেখ হেলাল আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় এবং বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য। তার ছেলে শেখ তন্ময়ও বাগেরহাট-২ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন একাধিকবার।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net