সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫

মাঠে ফিরছেন সাকিব আল হাসান, খেলবেন পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে

by ঢাকাবার্তা
সাকিব আল হাসান

ডেস্ক রিপোর্ট ।।

প্রায় ছয় মাসের বিরতির পর আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। আজ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্স সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, চলমান আসরের বাকি ম্যাচগুলোতে তারা সাকিবকে দলে নিয়েছে। তিনি ১৭ মে ইসলামাবাদে দলের সঙ্গে যোগ দেবেন। পরদিনই লাহোরের ম্যাচ।

দলের মূল স্কোয়াডে সাকিবকে নেওয়া হয়েছে হাতে চোট পাওয়া ড্যারিল মিচেলের পরিবর্তে। বিষয়টি নিশ্চিত করে লাহোর কালান্দার্স জানিয়েছে, সাকিবের অভিজ্ঞতা ও দক্ষতা টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ পর্বে দলে বাড়তি শক্তি যোগ করবে।

এক বিবৃতিতে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে সাকিব বলেন, “এই মৌসুমে পিএসএলে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। প্রতিটি ম্যাচ এখন গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্ট আমি সবসময় উপভোগ করি। কালান্দার্সের দারুণ সমর্থক গোষ্ঠী ও দলীয় চেতনা আছে। তাদের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত।”

লাহোর কালান্দার্সের টিম ডিরেক্টর সামিন রানা বলেন, “সাকিবকে দলে নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। তার অভিজ্ঞতা ও অলরাউন্ড সামর্থ্য আমাদের স্কোয়াডকে আরো শক্তিশালী করবে, বিশেষ করে এই সময়।”

বিসিবি সূত্রে জানা গেছে, সাকিব গতকাল রাতে পিএসএলে খেলার জন্য বোর্ডে অনাপত্তিপত্র চেয়েছেন। এখনও চূড়ান্ত অনুমোদন দেওয়া না হলেও নীতিগতভাবে তাকে অনুমতি দিতে রাজি বিসিবি।

টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবের রেকর্ড দুর্দান্ত। ৪৪৪ ম্যাচে ৭৪৩৮ রান এবং বল হাতে নিয়েছেন ৪৯২ উইকেট। পিএসএলে এর আগে তিনি খেলেছেন পেশোয়ার জালমি ও করাচি কিংসের হয়ে। খেলেছেন আইপিএলসহ বিশ্বের প্রায় সব বড় ফ্র্যাঞ্চাইজি লিগেই।

উল্লেখ্য, সাকিব সর্বশেষ মাঠে নেমেছিলেন গত বছরের ৩০ নভেম্বর, আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে। এরপর থেকে ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net