সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫

বরিশাল-৫ আসনের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ ঢাকায় গ্রেফতার

by ঢাকাবার্তা
জেবুন্নেসা আফরোজ। ফাইল ফটো

স্টাফ রিপোর্টার ।।

বরিশাল-৫ আসনের সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজকে ঢাকার বাসা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারের পর জেবুন্নেসা আফরোজ ডিবি হেফাজতে রয়েছেন।

জেবুন্নেসা আফরোজ আওয়ামী লীগ সরকারের সময় ১০ম জাতীয় সংসদে এমপি ছিলেন। এই আসনের আগের সাংসদ ছিলেন তাঁর স্বামী শওকত হোসেন হিরন, যিনি বরিশাল শহর আওয়ামী লীগের সভাপতি এবং শহরের মেয়র ছিলেন। ২০১৪ সালের ৯ এপ্রিল হিরনের মৃত্যুতে আসনটি শূন্য হলে ওই বছরের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে জয় পান জেবুন্নেসা আফরোজ।

জেবুন্নেসা আফরোজ। ফাইল ফটো

জেবুন্নেসা আফরোজ। ফাইল ফটো

পরিবারের ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতেই জেবুন্নেসাকে ঢাকার বাসা থেকে আটক করা হয় এবং বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন। তবে কোন মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ডিবি সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net