পটুয়াখালী প্রতিনিধি ।।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জানিয়েছেন, গত নির্বাচনে শেখ হাসিনা তাঁকে টেলিফোন করে নির্বাচনে অংশ নেওয়ার জন্য অনুরোধ করেন এবং গণভবনে আমন্ত্রণ জানান। তবে তিনি স্পষ্ট করেছেন যে গণভবনে গিয়ে তিনি ও তাঁর দল কোনো ধরনের চাপ বা আর্থিক প্রলোভনের কাছে আত্মসমর্পণ করেননি। নুরুল হক বলেন, “গণভবনে গিয়েও আমরা মাথা বিক্রি করি নাই, বিবেক বিক্রি করি নাই।”
আজ পটুয়াখালীর নতুন বাজার এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের জমি দখলমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি সবাইকে দুর্বল না হয়ে সাহসী হওয়ার আহ্বান জানান।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে নুরুল হক বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে যে সুফল এ দেশের মানুষ পেয়েছে, সে সুফল পৌঁছে দিতে গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে। দু-এক বছরের মধ্যে দেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। গণ অধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করবে।
উপজেলা প্রশাসন মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও বাংলাদেশ নারী অধিকার পরিষদের সমন্বয়ক ফাতিমা তাসনিম, উচ্চতর পরিষদ সদস্য শহিদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, প্রচার সম্পাদক মো. শহিদুল ইসলাম, কৃষিবিষয়ক সম্পাদক মো. ইউছুফ কাজী, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আবদুর রহিম প্রমুখ। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল আউয়াল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।