স্টাফ রিপোর্টার ।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ হাজী মো. এনায়েত উল্লাহ। দলটির পক্ষ থেকে সারাদেশে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রস্তুতের অংশ হিসেবে এই নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।
নির্বাচনের টাইমফ্রেম নিয়ে দ্বিমত থাকলেও প্রস্তুতিতে পিছিয়ে নেই জামায়াতে ইসলামী। আগেই সারাদেশে ৩০০ আসনে নির্বাচন করার লক্ষ্যে দলটি কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে অন্তত ২৯৬টি আসনে সম্ভাব্য প্রার্থীর একটি প্রাথমিক তালিকা তৈরি করেছে দলটি।
নির্বাচনকে ঘিরে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলটির নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন। গণসংযোগ, সভা-সমাবেশ ও ভোটারদের আস্থা অর্জনে প্রতিশ্রুতি দিচ্ছেন। জামায়াত যদি রাষ্ট্রক্ষমতায় আসে, তবে তারা কেমন গণতান্ত্রিক বাংলাদেশ গড়বে—সেই রূপরেখাও তুলে ধরছেন। পাশাপাশি দল ও নেতাকর্মীদের ওপর বিগত সময়ে দমন-পীড়নের বিষয়গুলোও জনসাধারণের সামনে তুলে ধরা হচ্ছে।
ইসলামী দলগুলোর সঙ্গে জোট গঠনের উদ্যোগও রয়েছে জামায়াতের। সেক্ষেত্রে আসন ভাগাভাগি হতে পারে বলে জানা গেছে। জামায়াতের একাধিক কেন্দ্রীয় নেতার ভাষ্যে, এসব বিষয় এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, “আসন সংখ্যাটি আমরা এখনো অফিশিয়ালি ঠিক করিনি। এটা একটি প্রাথমিক ঘোষণা। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত আসবে। আমাদের প্রার্থীরা যে কোনো সিদ্ধান্ত মানবে, ইনশাআল্লাহ।”
সূত্র জানায়, দলটি এককভাবেও নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। প্রাথমিকভাবে ২৯৬ জন সম্ভাব্য প্রার্থীর তালিকা তৈরি করা হয়েছে। কোথাও কোথাও একাধিক প্রার্থীর নাম রাখা হয়েছে। মাঠপর্যায়ের প্রতিবন্ধকতা খতিয়ে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা-৭ আসনে হাফেজ হাজী এনায়েত উল্লাহর পোস্টার
২৪ সালের গণ-আন্দোলনের পরপরই জামায়াতের কেন্দ্রীয় নেতারা নিজ নিজ এলাকায় সাংগঠনিক কার্যক্রম শুরু করেন। তখন থেকেই নির্বাচনি রোডম্যাপ মাথায় রেখে মাঠে সক্রিয় হন।
তবে জামায়াত বলছে, এই তালিকা চূড়ান্ত নয়। আগস্ট থেকে অক্টোবরের মধ্যে চূড়ান্ত তালিকা তৈরি হবে, রাজনৈতিক পরিস্থিতির ভিত্তিতে।
গণমাধ্যমের হাতে এসেছে জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের তালিকা, যেখানে ৪টি আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি—রাজশাহী-২, মানিকগঞ্জ-২, ঢাকা-৯ ও কুমিল্লা-৭।
ঢাকা মহানগরের ২০টি আসনের প্রার্থীদের তালিকাও তৈরি করেছে জামায়াত। এর মধ্যে ঢাকা-৭ আসনে সম্ভাব্য প্রার্থী হাফেজ হাজী মো. এনায়েতুল্লাহ। তিনি এর আগেও এলাকায় দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন।
এই প্রার্থী তালিকায় আরও আছেন—ঢাকা-১ ব্যারিস্টার নজরুল ইসলাম, ঢাকা-২ ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, ঢাকা-৩ অধ্যক্ষ শাহিনুল ইসলাম, ঢাকা-৪ সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৫ মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৬ ড. আব্দুল মান্নান, ঢাকা-৮ অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ঢাকা-১০ অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, ঢাকা-১১ অ্যাডভোকেট আতিকুর রহমান, ঢাকা-১২ সাইফুল আলম খান মিলন, ঢাকা-১৩ ডা. মোবারক হোসাইন, ঢাকা-১৪ ব্যারিস্টার আরমান, ঢাকা-১৫ জামায়াত আমির ডা. শফিকুর রহমান, ঢাকা-১৬ আব্দুল বাতেন, ঢাকা-১৭ ডা. এসএম খালিদুজ্জামান, ঢাকা-১৮ অধ্যক্ষ আশরাফুল হক, ঢাকা-১৯ আফজাল হোসাইন ও ঢাকা-২০ মাওলানা আব্দুর রউফ।