রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

প্রেমাদাসায় ভূতের ভয়েই ভেঙে পড়ল বাংলাদেশ

তানজিদের হাফসেঞ্চুরির পর ৫ রানে ৭ উইকেট হারিয়ে ধস, আসালঙ্কার শতকে দাপুটে জয় শ্রীলঙ্কার

by ঢাকাবার্তা
হৃদয় যেভাবে আউট হন

ডেস্ক রিপোর্ট ।।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে যেন অতীতের ভূত এসে ভর করেছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের ওপর। রান তাড়া করতে নেমে ভালো সূচনা করেও মাত্র ১৫ মিনিটের ব্যবধানে ধসে পড়ে পুরো ব্যাটিং লাইনআপ। যেখানে ১০০ রানে ছিল মাত্র ১ উইকেট, সেখান থেকে ২০ বলেই নেমে যায় ৮ উইকেট! ভয়াবহ এই ব্যাটিং বিপর্যয়ের সুযোগ নিয়ে ৭৭ রানের জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯.২ ওভারে ২৪৪ রান করে অলআউট হয় স্বাগতিক শ্রীলঙ্কা। দলের মূল ভরসা ছিলেন অধিনায়ক চারিত আসালঙ্কা, যিনি ১২৩ বলে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল ৬টি চার ও ৪টি ছয়ে। শ্রীলঙ্কার ইনিংস যখন ২৯ রানে ৩ উইকেট পড়ে বিপদে, তখন ধৈর্য ধরে ইনিংস গুছিয়ে নেন আসালঙ্কা। তাঁকে কিছুটা সঙ্গ দিয়েছেন কুশল মেন্ডিস (৪৫), লিয়ানাগে (২৯) ও মিলান রত্নায়েকে (২১)। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৪টি, তানজিম সাকিব ৩টি, শান্ত ও তানভীর ইসলাম একটি করে উইকেট নেন।

ভালোই এগুচ্ছিলেন শান্ত

ভালোই এগুচ্ছিলেন শান্ত

রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের উদ্বোধনী জুটি এনে দেয় ২৯ রান। এরপর তানজিদ ও শান্ত মিলে গড়েন ৭১ রানের দ্বিতীয় উইকেট জুটি। ১৭তম ওভারে রান আউটে কাটা পড়েন শান্ত (২৩), তখন বাংলাদেশের রান ছিল ১০০। সেখান থেকেই শুরু হয় বিভীষিকা!

পরের ২০ বলেই সাজঘরে ফেরেন আরও ৬ ব্যাটার। লিটন দাস, তানজিদ তামিম (৬২), তাওহিদ হৃদয়, মেহেদি মিরাজ, তানজিম সাকিব ও তাসকিন—সবাই ব্যর্থ। এর মধ্যে লিটন, মিরাজ ও তাসকিন কোনো রানই করতে পারেননি। মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে গড়ে ফেলে লজ্জার রেকর্ড।

বাংলাদেশের এই ধস নামানোয় বড় ভূমিকা রাখেন শ্রীলঙ্কার স্পিনাররা। ওয়ানিন্দু হাসারাঙ্গা ১০ রানে ৪ উইকেট ও কামিন্দু মেন্ডিস ১৯ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশ ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। থিকশানাও নিয়েছেন ১টি উইকেট।

শেষ দিকে কিছুটা লড়াই করেন জাকের আলি। ৬৪ বলে ৫১ রানের ইনিংসে চারটি চার ও চারটি ছয়ের মার ছিল, তবে তা কেবলই হার কমানোর প্রয়াস।

এই ম্যাচে বাংলাদেশ খেলেছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। পেসারদের মধ্যে তাসকিন ও তানজিম ছিলেন দুর্দান্ত। তানভীর ইসলাম ওয়ানডে অভিষেকেই নিয়েছেন ১ উইকেট। কিন্তু ব্যাটিংয়ে ভয়াবহ ব্যর্থতা ছাপিয়ে গেছে সবকিছু। প্রেমাদাসার উইকেট ব্যাটিং সহায়ক হলেও বাংলাদেশের ব্যাটসম্যানরা যেন অতীত রেকর্ডের ছায়ায় ঘোরে ছিলেন। গত এক বছরে এই মাঠেই কম রানে জিতেছে শ্রীলঙ্কা, সেই ইতিহাস মাথায় রেখেই যেন উইকেটে নামেনি টাইগাররা।

সিরিজের দ্বিতীয় ম্যাচে ভালো করতে চাইলে বাংলাদেশকে আগে মানসিক ভয় কাটিয়ে মাঠে নামতে হবে। ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস ফিরিয়ে এনে দায়িত্ব নিয়ে খেলতে না পারলে এই সিরিজ শ্রীলঙ্কার জন্য সহজ পথেই এগোবে। অন্যদিকে দুর্দান্ত এক সেঞ্চুরি ও স্পিনারদের দাপটে সিরিজের সূচনাটা দারুণ করল শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২৪৪/১০ (৪৯.২ ওভার)
চারিত আসালাঙ্কা ১০৬, কুশল মেন্ডিস ৪৫
তাসকিন আহমেদ ৪/৪৭, তানজিম সাকিব ৩/৪৬

বাংলাদেশ: ১৬৭/১০ (৩৫.৫ ওভার)
তানজিদ হাসান ৬২, জাকের আলি ৫১
ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪/১০, কামিন্দু মেন্ডিস ৩/১৯

ফল: শ্রীলঙ্কা ৭৭ রানে জয়ী
প্লেয়ার অব দ্য ম্যাচ: চারিত আসালাঙ্কা

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net