শনিবার, আগস্ট ২, ২০২৫

ইভিএম খাওয়ানো যায়নি, পিআর পদ্ধতিও খাওয়ানো যাবে না: মির্জা আব্বাস

by ঢাকাবার্তা
মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার ।।

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “এই দেশের মানুষকে ইভিএম খাওয়াতে চেয়েছিল হাসিনা, এ দেশের লোক গিলেনি। সুতরাং আপনাদের পিআর পদ্ধতিও কেউ গিলবে না, এই কথা মনে রাইখেন।”

শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশটি অনুষ্ঠিত হয় ‘চব্বিশের গণ–অভ্যুত্থানে শহীদদের স্মরণে’ শিরোনামে।

মির্জা আব্বাস বলেন, “এই পিআর পদ্ধতির পেছনে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো, কেউ বলল করব, কেউ বলল করব না; অর্থাৎ একপর্যায়ে বলবে, এ কারণে নির্বাচন হচ্ছে না। সুতরাং আরও কিছুদিন সময় বাড়িয়ে দিতে হবে।”
তিনি বলেন, “এ সমস্ত বাঁদরামি–ফাজলামি ছাড়েন। এই দেশের লোক যে পদ্ধতিতে ভোট দিয়ে অভ্যস্ত, সেই পদ্ধতিতেই ভোট হবে।”

নির্বাচনে গড়িমসি নিয়ে ক্ষোভ জানিয়ে মির্জা আব্বাস বলেন, “নির্বাচন দিতে এত গড়িমসি কেন, আমি বুঝতে পারি না। জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড—বিচার দেরি মানেই ন্যায়বিচার বঞ্চিত হওয়া।”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “আপনারা ঘোষণা দেবেন, তারিখ ঘোষণা দেবেন, এর পেছনে আবার কোন ষড়যন্ত্রতত্ত্ব লুকিয়ে আছে, আল্লাহই বলতে পারবেন। আমি অনেক সন্দেহ করি।”

পিআর পদ্ধতি নিয়ে জনগণের অসচেতনতার কথাও উল্লেখ করে তিনি বলেন, “আমরা তো এখন পর্যন্ত ভোট দেওয়া শিখলাম না। নতুন প্রজন্ম ভোট দিতে শেখেনি। আর তাদের আপনারা পিআর শেখান! আগে ভোট দেওয়া শেখান, পরে পিআরের কথা বলেন।”

সরকারের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, “আমি এখনো মনে করি, নির্বাচন সুষ্ঠু হতে না দেওয়ার জন্য যত প্রক্রিয়া আছে, তারা সেটা করার চেষ্টা করবে। বিএনপি ১৭ বছর আন্দোলন করেছে। দরকার হলে আরও ১৭ বছর করব।”

জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, “তারা বিএনপি যেটা বলে, তার উল্টোটা করতে চায়। কখনো আওয়ামী লীগের ঘাড়ে, কখনো বিএনপির ঘাড়ে চড়ে মন্ত্রী হয়। এখন এনসিপির ঘাড়ে চড়েছে, লাভ হবে না।”

বর্তমান সরকারকে এনসিপির সরকার বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। বলেন, “সরকারি প্রটোকল, পুলিশ-বিডিআর-আর্মি নিয়ে চলেন। আমরা তো পেলাম না। আমরা মেয়র ছিলাম, মন্ত্রী ছিলাম—তবু পাইনি।”

তিনি আরও বলেন, “এই সরকারের মাথা থেকে পা পর্যন্ত পচে গেছে। আমাদের সম্মানহানি করে বক্তব্য দিচ্ছেন, যারা জীবনে মাঠে নামেনি।”

বিএনপির ১৭ বছরের আন্দোলন নিয়ে যারা প্রশ্ন তোলে, তাদের উদ্দেশ্যে বলেন, “সরকার একদিনে পড়ে না। আপনাদের গায়ে তো একটা গুলিও লাগেনি। অথচ কত ছেলেরা শহীদ হয়েছে।”

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম। সঞ্চালনা করেন সদস্যসচিব তানভীর আহমেদ।
এছাড়া বক্তব্য রাখেন আবদুস সালাম, হাবিব উন নবী খান, সালাহউদ্দিন আহমেদ, মীর সরফত আলী, নবী উল্লাহ নবী, আফরোজা আব্বাস, ইশরাক হোসেন, শহীদুল ইসলাম, আবদুল মোনায়েম, রাকিবুল ইসলাম প্রমুখ।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net