শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

হাইকোর্টের জামিন স্থগিত, সাবেক মেয়র আইভী এখনো আটক

হত্যাসহ পাঁচ মামলায় জামিন স্থগিতের আবেদন শুনানির জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেছে আপিল বিভাগ

by ঢাকাবার্তা
সেলিনা হায়াৎ আইভী

স্টাফ রিপোর্টার ।।

হত্যাসহ পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের দায়ের করা পাঁচটি আবেদন আগামী ১৭ নভেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। আজ বুধবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

গত ৯ নভেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও গুরুতর জখমের অভিযোগে করা পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পান আইভী। এর মধ্যে তিনটি মামলা হত্যা ও দুটি হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা হয়েছিল।

  • পাঁচ মামলায় আইভীর জামিন স্থগিত করেছে চেম্বার আদালত
  • রাষ্ট্রপক্ষের পাঁচটি আবেদন শুনানি হবে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে
  • বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হন আইভী
  • ২০০৩ থেকে টানা তিন দফা নারায়ণগঞ্জ সিটির মেয়র ছিলেন সেলিনা হায়াৎ আইভী

রাষ্ট্রপক্ষ পরদিনই জামিন স্থগিত চেয়ে পাঁচটি পৃথক আবেদন করে। আজ চেম্বার আদালতে সেসব আবেদন শুনানির জন্য ওঠে। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক, আর আইভীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী সারা হোসেন ও আইনজীবী এস এম হৃদয় রহমান।

আইনজীবী এস এম হৃদয় রহমান জানান, হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনগুলো ১৭ নভেম্বর নিয়মিত বেঞ্চে শুনানি হবে।

গত ৯ মে ভোরে নারায়ণগঞ্জের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় করা পাঁচ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন এবং পরবর্তী তিন দফা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net