স্টাফ রিপোর্টার ।।
ঢাকার আলোচিত দুই সংসদ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী চূড়ান্ত করেছে। ঢাকা–৭ থেকে মনোনয়ন পেয়েছেন হামিদুর রহমান হামিদ এবং ঢাকা–১০ থেকে নির্বাচন করবেন শেখ রবিউল আলম রবি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মনোনয়ন ঘোষণার পর থেকেই দুই আসনে বিএনপি নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসবের পরিবেশ তৈরি হয়।
স্থানীয় নেতারা জানান, হামিদুর রহমান হামিদ ও শেখ রবিউল আলম রবি দুজনই দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে যুক্ত এবং কর্মীদের কাছে গ্রহণযোগ্য নেতৃত্ব। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় হামিদ নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন এবং কয়েকটি শহীদ পরিবারের দেখভালও করেন। অনেকের মতে, তাঁর মনোনয়নের মাধ্যমে ঢাকা–৭–এ ২০ বছরের নেতৃত্বশূন্যতার অবসান হলো। অন্যদিকে আন্দোলন–সংগ্রাম, নির্যাতন মোকাবিলা এবং রাজনৈতিক আলোচনায় সক্রিয় ভূমিকার কারণে ঢাকা–১০–এ রবির প্রার্থীতা ছিল অনেকের প্রত্যাশা।
মনোনয়ন ঘোষণার পর বংশাল, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচরসহ ঢাকা–৭ এলাকার বিভিন্ন স্থানে এবং হাজারীবাগ, ধানমন্ডি, কলাবাগান ও নিউ মার্কেট–কেন্দ্রিক ঢাকা–১০ এলাকায় মিষ্টিমুখ, স্লোগান ও উচ্ছ্বাসে সরব হয়ে ওঠে বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়। থানা–ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা জানান, তারা দুই আসনেই বিজয়ের জন্য মাঠে নামতে প্রস্তুত।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মামুন বলেন, “পুরান ঢাকার মানুষ হামিদুর রহমান হামিদকে ভালোবাসে। তাঁর মনোনয়ন পেয়ে আমরা উচ্ছ্বসিত। ইনশাল্লাহ ঢাকা–৭ আসন আমরা উপহার দেব।”
হাজারীবাগে বিএনপির ২২ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ফারসিদুল রহমান সাদ বলেন, “ঢাকা–১০ অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। শেখ রবিউল আলম রবি নেতাকর্মীদের প্রাণ। মনোনয়ন পেয়ে সবার ভেতর নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।”
আগের ঘোষণায় বিএনপি ২৩৭ আসনে প্রার্থী দিলেও বাকি ৬৩ আসনের মধ্যে ঢাকা–৭ ও ১০ নিয়ে দলে জল্পনা ছিল। শেষ পর্যন্ত নিজস্ব প্রার্থী ঘোষণা করায় তৃণমূলে নতুন প্রাণ ফিরেছে, এমনটাই জানাচ্ছেন স্থানীয় নেতারা।