শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

যে কারণে ঢাকা-৭ আসনে মনোনয়নের বিরোধিতা করেছেন ইসহাক সরকার

by ঢাকাবার্তা
ইসহাক সরকার

 

স্টাফ রিপোর্টার ।। 

ঢাকা-৭ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন হামিদুল রহমান হামিদ। দলীয় এ মনোনয়ন নিয়ে তৈরি বিতর্কের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জননেতা ইসহাক সরকার। অনেকের ধারণা, তিনি মনোনয়ন না পাওয়ার ক্ষোভ থেকেই প্রতিবাদ করছেন—তবে ইসহাক এ ধারনাকে ‘ভুল’ বলে মন্তব্য করেছেন।

ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, দলের নেত্রী গুরুতর অসুস্থ থাকা অবস্থায় এ সুযোগকে কাজে লাগিয়ে কারা এমন সিদ্ধান্ত নিল—এটাই মূল প্রশ্ন। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে এলাকায় আন্দোলন-সংগ্রাম, মামলা, হামলা, জেল-যুলুমসহ নানা নির্যাতনের শিকার নেতাকর্মীদের মধ্য থেকে কাউকে মনোনয়ন দিলে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারতেন।

কিন্তু তার অভিযোগ, মনোনয়ন দেওয়া হয়েছে এমন একজনকে, যিনি এলাকার নন এবং যার রাজনৈতিক ইতিহাসে ফ্যাসিবাদের শাসনামলে কোনো মামলা বা নিপীড়নের রেকর্ড নেই।

ইসহাক বলেন, “স্বাভাবিকভাবেই আমরা গণতান্ত্রিক দল করি। দলের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলাও কি আমাদের অপরাধ? গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্যইতো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ছি, জীবন-যৌবন বিসর্জন দিয়েছি।”

তিনি আশা প্রকাশ করেন, দল বিষয়টি পুনর্বিবেচনা করবে এবং ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মর্যাদা রক্ষা করবে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net