সোমবার, মার্চ ১৭, ২০২৫

জুলাই অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ নিয়ে স্থিরচিত্র প্রদর্শনী শুরু

‘আ জার্নি থ্রো জুলাই’ শীর্ষক এই প্রদর্শনী ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর পান্থপথে দৃক গ্যালারিতে চলবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

by ঢাকাবার্তা
কোটাবিরোধী আন্দোলন স্লোগান দিচ্ছে ছাত্রীরা, ২০২৪ সালের ১২ জুলাই তোলা ছবি।

স্টাফ রিপোর্টার ।।

জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা স্মরণে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে আজ। ‘জুলাই ম্যাসাকার আর্কাইভ’ আয়োজিত ‘আ জার্নি থ্রো জুলাই’ শীর্ষক এই প্রদর্শনী ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর পান্থপথে দৃক গ্যালারিতে চলবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীতে জুলাই অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণের নানা স্থিরচিত্র স্থান পেয়েছে। এছাড়া, কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচারবিরোধী এক দফা আন্দোলনে রূপান্তরের প্রক্রিয়াও তুলে ধরা হয়েছে। পাশাপাশি, ওই সময় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রচারিত প্রতিবেদন নিয়ে একটি গবেষণা উপস্থাপন করা হবে।

আয়োজকদের মতে, প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হলো—পৃথিবীর বিভিন্ন আন্দোলনের সঙ্গে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের সাদৃশ্য তুলে ধরা। বৈশ্বিক মুক্তিকামী আন্দোলনের চিত্রগুলোর মধ্যে মিল খুঁজে বের করতে একসঙ্গে ছবি প্রদর্শন করা হবে, যা দর্শকদের নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে।

কোটাবিরোধী আন্দোলনে উমামা ফাতেমা। ২০২৪ সালের ৩ জুলাই তোলা ছবি।

কোটাবিরোধী আন্দোলনে উমামা ফাতেমা। ২০২৪ সালের ৩ জুলাই তোলা ছবি।

‘আলোর ভোর’ ফাউন্ডেশন ও গবেষণা সংস্থা ‘পিঁপড়া’-র সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনীতে ভবিষ্যতে আরও আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা। জুলাই অভ্যুত্থান বিষয়ক সেলের সেল সম্পাদক ও ‘জুলাই ম্যাসাকার আর্কাইভ’-এর প্রতিষ্ঠাকালীন সদস্য হাসান ইনাম জানান, হাসিনার পালানোর পর থেকেই তারা আন্দোলনের দলিল সংরক্ষণের কাজ শুরু করেন। ইতোমধ্যে JulyMassacreArchive.org নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে, যেখানে প্রদর্শনীর সব উপকরণ পর্যায়ক্রমে আপলোড করা হবে।

এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় সহযোগিতার জন্য ‘আলোর ভোর’ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকরা।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net