সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫

দেশকে গণতন্ত্র থেকে সরানোর চেষ্টা করছে একটি গোষ্ঠী: ইশরাক হোসেন

by ঢাকাবার্তা
ইশরাক হোসেন

স্টাফ রিপোর্টার ।।

একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে—এমন অভিযোগ তুলেছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। গতকাল দুপুরে ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর ধোলাইখাল হাটের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার দাবিতে বিএনপি প্রয়োজনে ‘এক দফা আন্দোলনে’ রাজপথে নামবে।

ইশরাক বলেন, “নির্বাচনের অধিকাংশ অংশীজন চান ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক। বর্তমান সরকার যদি কিছু সংস্কার করতে চায়, তবে তা শেষ করতে দু-তিন মাসের বেশি সময় লাগার কথা নয়। তাহলে নির্বাচন এত পিছিয়ে দেওয়া হলো কেন—তা আমাদের বোধগম্য নয়।”

এর আগে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা ১৭ বছর ধরে খুনি হাসিনার বিরুদ্ধে বুক চিতিয়ে আন্দোলন করেছি—পরিচয় গোপন করিনি। আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন। আমরা সেই সংগঠনের কর্মী। আমরা সুসংগঠিত এবং প্রস্তুত।”

তিনি আরও বলেন, “আমি কোনো ব্যক্তিকে নিশানা করছি না। কিন্তু একটি প্রভাবশালী গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে গণতন্ত্রের পথ থেকে সরিয়ে নিতে চায়।”

এদিকে, গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন ঢাকাবাসী ও ভোটারদের আহ্বান জানান ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে বহিরাগত উপদেষ্টা ও প্রশাসকমুক্ত করার জন্য।

ইশরাক হোসেন

ইশরাক হোসেন

তিনি লেখেন, “ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণ—এই দুই সিটি করপোরেশনকে বহিরাগত উপদেষ্টা ও প্রশাসকমুক্ত করতে হবে। এদের দখলদারিত্ব থেকে মুক্তি না পেলে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথ সুগম হবে না।”

তিনি আরও উল্লেখ করেন, “এখনকার সবচেয়ে বিতর্কিত ও দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয় হলো এলজিআরডি। এই মন্ত্রণালয়ে প্রয়োজনীয় সংস্কার না হওয়া পর্যন্ত দুই সিটি করপোরেশনকে এদের কালো থাবা থেকে রক্ষা করতে হবে।”

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net