শুক্রবার, জুলাই ১১, ২০২৫

৮ উইকেটে জয়ের পরের ম্যাচেই ৮ উইকেটে হারলো কলকাতা

আইপিএলের অভিষেকে ভারতের সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়ে ম্যাচ সেরা অশ্বিনী কুমার

by ঢাকাবার্তা
আইপিএল অভিষেকে ৪ উইকেট নেয়া প্রথম ভারতীয় ক্রিকেটার অশ্বিনী কুমার

ক্রিকইনফো ।।

মুম্বাই ইন্ডিয়ানস (এমআই) আইপিএল ২০২৫-এ নিজেদের প্রথম জয় পেলো কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) আট উইকেটে হারিয়ে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই জয়ের ফলে কেকেআরের বিপক্ষে এমআই-এর রেকর্ড দাঁড়ালো ১০-২।

২৩ বছর বয়সী অশ্বিনী কুমার আইপিএলে অভিষেকেই নজর কাড়লেন। মাত্র চারটি টি-টোয়েন্টি খেলা এই পেসার ৪ ওভারে ২৪ রানে ৪ উইকেট নিয়ে আইপিএলের অভিষেকে ভারতের সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েন। প্রথম বলেই কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানেকে আউট করেন। এরপর রিংকু সিং ও আন্দ্রে রাসেলকেও ফিরিয়ে দেন।

অশ্বিনী মূলত পাঞ্জাব টি-টোয়েন্টি ট্রফির পারফরম্যান্স দিয়ে আলোচনায় আসেন। তাঁর বলের গতি ছিল ১৩০ কিমি/ঘণ্টার আশেপাশে, কিন্তু নিখুঁত লেন্থের কারণে ব্যাটসম্যানদের বিপাকে ফেলেন। রিংকু সিং ও রাসেল উভয়েই তাঁকে আক্রমণ করার চেষ্টা করেও ব্যর্থ হন।

অশ্বিনীর দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি ট্রেন্ট বোল্ট ও দীপক চাহারের নতুন বলের বোলিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বোল্ট আইপিএলে ৩০তমবারের মতো প্রথম ওভারে উইকেট তুলে নেন, এবার আউট করেন সুনীল নারিনকে। অপরদিকে, দীপক চাহার কোয়িন্টন ডি কককে মিড-অফে ক্যাচ তুলতে বাধ্য করেন।

রোহিতকে সাজঘরে পাঠানোর আনন্দ ফিকে হতে সময় লাগেনি রাসেলদের

রোহিতকে সাজঘরে পাঠানোর আনন্দ ফিকে হতে সময় লাগেনি রাসেলদের

কেকেআর অবশ্য শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে চেয়েছিল। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে। রিংকু সিং বড় শট খেলার চেষ্টায় আউট হন, যদিও তখন কেকেআরের ব্যাটিং লাইনআপের অর্ধেকই শেষ হয়ে গিয়েছিল।

মাত্র ১১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রায়ান রিকেলটন প্রথম চারটি বলেই পরাস্ত হন। তাঁর প্রথম চারটি রান আসে ইনসাইড এজ থেকে, প্রথম ছয়টি রান আসে টপ এজ থেকে। তবে, ধীরে ধীরে তিনি সামলে নেন এবং হার্শিত রানার হাফ-ভলিকে দুর্দান্ত স্ট্রেট ড্রাইভ খেলেন। এরপর আর পিছনে তাকাতে হয়নি।

রিকেলটন ৬২ রানে অপরাজিত থাকেন এবং সূর্যকুমার যাদবের ছক্কার মাধ্যমে মুম্বাই ১৬.৪ ওভারে জয় নিশ্চিত করে। রোহিত শর্মা ১৩ রান করে আউট হন, তাঁর ব্যাটিং ফর্ম নিয়ে চিন্তা অব্যাহত থাকলো।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net