সোমবার, আগস্ট ৪, ২০২৫

মুরাদনগরে ‘মাফিয়াতন্ত্র’ প্রতিষ্ঠার অভিযোগ ছাত্রদল সাধারণ সম্পাদকের

by ঢাকাবার্তা
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির

মুরাদনগর প্রতিনিধি ।। 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করেছেন, কুমিল্লার মুরাদনগর উপজেলায় উপদেষ্টা আসিফ মাহমুদ একপ্রকার মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।

সোমবার (৪ আগস্ট) দুপুরে কুমিল্লা জেলা কারাগারে বন্দি মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ অভিযোগ করেন তিনি।

নাসির বলেন, “গত ১৭ বছরে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন, জেল-জুলুম সহ্য করেছেন, তাদের আজও কারাগারে পাঠানো হচ্ছে। ৫ আগস্টের পরেও উপদেষ্টা আসিফ মাহমুদ ইচ্ছাকৃতভাবে এসব নেতাকর্মীদের জেলে পাঠিয়েছেন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের অন্যান্য অঞ্চলে ইতিবাচক রাজনীতি গড়ে উঠলেও মুরাদনগরে তা অনুপস্থিত। এখানকার রাজনীতি এক ব্যক্তির নির্দেশনায় চলছে, যা গণতন্ত্রবিরোধী।”

নাজিম মাহমুদের গ্রেফতারের পর তার মায়ের হৃদরোগে মৃত্যুর প্রসঙ্গে নাসির বলেন, “এই মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও ন্যক্কারজনক। একজন মায়ের বুক খালি করে যে রাজনীতি হয়, তা কখনোই শুভ হতে পারে না।”

সরকারদলীয় নেতাকর্মীরা মুক্তভাবে চলাফেরা করলেও বিএনপি ও ছাত্রদলের ১৩ নেতাকর্মী অন্যায়ভাবে কারাবন্দি রয়েছেন বলে দাবি করে তিনি বলেন, “আমরা তাদের অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি।”

এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে নাসির উদ্দিন নাসির নাজিম মাহমুদের মায়ের কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net