শনিবার, আগস্ট ৯, ২০২৫

আতাউল্লাহ হাফেজ্জী শান্তিপূর্ণ নির্বাচন চান

by ঢাকাবার্তা

মুন্সীগঞ্জ প্রতিনিধি ।।

মুন্সীগঞ্জ-১ আসনে ভোটারদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির শাহ আতাউল্লাহ হাফেজ্জী। ইসলামপন্থি ভোটারদের মধ্যে তাঁর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।

মোহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.)-এর ছেলে আতাউল্লাহ হাফেজ্জী এর আগে ঢাকা-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও মুন্সীগঞ্জ-১ আসনে নতুন মুখ। সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকায় পরিচিতি লাভ করেছেন।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আতাউল্লাহ হাফেজ্জীসহ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আতাউল্লাহ হাফেজ্জীসহ বিভিন্ন ইসলামী দলের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৩ সালের ২৩ নভেম্বর গণভবনে তোলা ছবি।

স্থানীয় ভোটাররা বলছেন, ইসলামপন্থি ভোটারদের মধ্যে আতাউল্লাহ হাফেজ্জীর সমর্থন উল্লেখযোগ্য। চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে তাঁকে নিয়ে আলোচনা চলছে।

আতাউল্লাহ হাফেজ্জী জানান, তিনি শান্তিপূর্ণ নির্বাচন চান এবং তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে জয়ী হতে আশাবাদী। বাবার জনপ্রিয়তাই তাঁর প্রতি মানুষের আগ্রহের প্রধান কারণ বলে মনে করেন তিনি।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net