সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫

আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হিন্দু সংঘর্ষ সমিতির হামলা

বাংলাদেশের পতাকা নামিয়ে আগুন দেওয়া হয়।

by ঢাকাবার্তা
ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন

ঢাকাবার্তা ডেস্ক ।। 

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে একটি গুরুতর হামলার ঘটনা ঘটেছে। সশস্ত্র বিক্ষোভকারীরা, যারা ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামক একটি সংগঠনের সমর্থক, সহকারী হাইকমিশনে প্রবেশ করে বাংলাদেশের পতাকা নামিয়ে আগুন দিয়ে তাতে ভাঙচুর চালান। এই হামলা আজ দুপুরে ঘটে এবং ঘটনাটি স্থানীয় সংবাদমাধ্যমের মাধ্যমে প্রকাশ পায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা কিছুদিন ধরে আগরতলা এবং সংলগ্ন এলাকায় বিভিন্ন বিক্ষোভ ও মিছিল চালাচ্ছিল। হঠাৎ করেই তারা সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে পড়েন এবং সেখানে ভাঙচুর ও ক্ষতি সাধন করেন। একই সময়ে, ত্রিপুরার সীমান্তবর্তী ইন্টিগ্রেটেড চেকপোস্টেও যুব কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সন্ধ্যায় এক বিবৃতিতে হামলার ঘটনাটি “দুঃখজনক” বলে উল্লেখ করে এবং এটি কূটনৈতিক সম্পত্তিতে হামলার অগ্রহণযোগ্যতা তুলে ধরে। মন্ত্রণালয় জানায়, “কূটনৈতিক ও কনস্যুলার সম্পত্তিকে কোনো অবস্থাতেই হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয়” এবং এই ঘটনার পর বাংলাদেশ হাইকমিশন ও ভারতে অবস্থিত অন্যান্য বাংলাদেশি কূটনৈতিক মিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পদক্ষেপ নেয়া হবে।

সূত্র জানায়, সন্ধ্যার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসলেও, এই হামলার পরবর্তী প্রেক্ষাপটে স্থানীয় নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি বাড়ানো হয়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net