শুক্রবার, আগস্ট ৮, ২০২৫

দিল্লি নয়, ঢাকা থেকেই বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া

by ঢাকাবার্তা
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পতাকা

স্টাফ রিপোর্টার ।।

দিল্লি নয়, এখন থেকে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়া হাইকমিশন থেকেই বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রসেস করা হবে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্ক বাংলাদেশ সফরের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাকে ঢাকায় ভিসা প্রক্রিয়াকরণের অনুরোধ জানিয়েছিলেন।

এর আগে, অস্ট্রেলিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা নয়াদিল্লি থেকে প্রসেস করত। নতুন এই সিদ্ধান্তে বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে ধারণা করা হচ্ছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net