স্পোর্টস রিপোর্টার ।।
সিলেট টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১–০তে এগিয়ে গেছে বাংলাদেশ। চতুর্থ দিনে আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংস থেমেছে ২৫৪ রানে। তবে জয়ের পথটি ছিল খানিকটা দীর্ঘ—রিভিউতে বারবার বেঁচে যান কয়েকজন আইরিশ ব্যাটার, এর মাঝেই ক্যাচ নিতে গিয়ে আঘাত পান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনও।
- তাইজুল–মুরাদের জোড়া আঘাতে দ্রুত উইকেট পতন।
- দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষ প্রতিরোধ গড়তে ব্যর্থ।
- ইনিংস ব্যবধানে দুর্দান্ত জয় বাংলাদেশের।
- স্পিন আক্রমণেই ম্যাচের মোড় ঘুরে যায়।
বাংলাদেশ প্রথম ইনিংসে ৫৮৭ রান তুলে ৩০১ রানের লিড নেওয়ার পরই ফল নির্ধারিত হয়ে গিয়েছিল বলা যায়। তৃতীয় দিনের শেষে আয়ারল্যান্ডের ৫ উইকেট পড়ে গেলে চতুর্থ দিনে আর সামলাতে পারেনি তারা। দিনের শুরুতেই তাইজুলের আঘাত, পরে নাহিদ রানা ও হাসান মুরাদের উইকেট—সব মিলিয়ে আইরিশ প্রতিরোধ টিকেনি বেশিক্ষণ।

শান্ত ও মুশফিক জুটির একটি দৃশ্য
অ্যান্ডি ম্যাকব্রাইন ৫২ রান করে কিছুটা আশা জাগালেও তাকে ফিরিয়ে অনিশ্চয়তা কাটান নাহিদ রানা। নেইলের সঙ্গে ম্যাকার্থির ৫৪ রানের জুটিও থামে তাইজুল–মুরাদের স্পিনে। দ্বিতীয় ইনিংসে এই দুই বাঁহাতি নেন ৭ উইকেট।
ব্যাট হাতে বাংলাদেশের বড় প্রাপ্তি—মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত ১৭১ রানের ইনিংস, যা তাকে এনে দিয়েছে ম্যাচসেরার পুরস্কার। অধিনায়ক নাজমুলেরও এসেছে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। প্রথমবারের মতো বাংলাদেশের টপ–৪ ব্যাটসম্যান সবাই ৮০+ রান করেন। অভিষেকে নজর কেড়েছেন হাসান মুরাদও।
আগামী ১৯ নভেম্বর মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড: ২৮৬ ও ২৫৪
বাংলাদেশ: ৫৮৭/৮ (ডিক্লেয়ার)
ফল: বাংলাদেশ ইনিংস ও ৪৭ রানে জয়ী
ম্যাচসেরা: মাহমুদুল হাসান জয়