রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

লঙ্কানদের কাছে ৬ উইকেটের হার, কঠিন সমীকরণে বাংলাদেশ

আগামী সোমবার হংকংয়ের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। সেই ম্যাচে জয় পেলে বাংলাদেশের জন্য মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষের ম্যাচ হয়ে যাবে কার্যত নকআউট।

by ঢাকাবার্তা
এশিয়া কাপে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচের একটি দৃশ্য

ডেস্ক রিপোর্ট ।। 

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। ফলে সুপার ফোরে ওঠার পথ কঠিন হয়ে গেল লিটন দাসদের জন্য।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান তোলে বাংলাদেশ। শামীম হোসেন ৩৪ বলে অপরাজিত ৪২ এবং জাকের আলী ৩৪ বলে অপরাজিত ৪১ রান করেন। ৫৩ রানে ৫ উইকেট হারানো দলকে এই দুজনই টেনে তোলেন ষষ্ঠ উইকেটে রেকর্ড ৮৬ রানের জুটি গড়ে। তবে শুরুতে দুর্বল ব্যাটিং এবং ওপেনারদের ব্যর্থতা দলের বড় সংগ্রহে যেতে দেয়নি।

জবাবে শ্রীলঙ্কা মাত্র ১৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। পাতুম নিশাঙ্কা ৩৪ বলে ৫০ রান করে ফিরলেও তার আগে ২০০০ আন্তর্জাতিক টি–টোয়েন্টি রানের মাইলফলক স্পর্শ করেন। অপর প্রান্তে কামিল মিশারা খেলেন ৩২ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংস, ম্যাচসেরা হন তিনিই।

এই জয়ে শ্রীলঙ্কার নেট রান রেট দাঁড়ায় +২.৫৯৫। আফগানিস্তান শীর্ষে রয়েছে ‍+৪.৭০০ রান রেটে। অন্যদিকে, দুই ম্যাচে ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশের নেট রান রেট নেমে গেছে –০.৬৫০ এ। আগামী সোমবার হংকংয়ের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। সেই ম্যাচে জয় পেলে বাংলাদেশের জন্য মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষের ম্যাচ হয়ে যাবে কার্যত নকআউট। হেরে গেলে সুপার ফোরে ওঠার আগেই বিদায় নিতে হবে বাংলাদেশকে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৩৯/৫ (শামীম ৪২*, জাকের ৪১*, লিটন ২৮; হাসারাঙ্গা ২/২৫, তুষারা ১/১৭, চামিরা ১/১৭)।
শ্রীলঙ্কা: ১৪.৪ ওভারে ১৪০/৪ (নিশাঙ্কা ৫০, মিশারা ৪৬*; মেহেদী ২/২৯, তানজিম ১/২৩, মোস্তাফিজ ১/৩৫)।
ফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: কামিল মিশারা।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net