ডেস্ক রিপোর্ট ।।
বাংলাদেশের মেয়েরা স্কটল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে উঠেছে। বুধবার সকালে ১৮ রানের জয়ে নিশিতা আক্তার-জান্নাতুল মাওয়াদের দল সুপার সিক্স নিশ্চিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা হতাশাজনক ছিল। দলীয় শূন্য রানে সুমাইয়া আক্তার সুবর্ণা আউট হন। এরপর উইকেটকিপার ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস ও ওপেনার ফাহমিদা ছোঁয়া ২৬ রানের জুটি গড়ে দলের ইনিংস মেরামতের চেষ্টা করেন। ফাহমিদা ১৪ রানে রানআউট হন, আর জুয়াইরিয়া করেন ২০ রান।

বাংলাদেশ বনাম স্কটল্যান্ড ম্যাচের একটি দৃশ্য
মাঝের ওভারে দ্রুত উইকেট হারানোর পর, অধিনায়ক সুমাইয়া আক্তার অপরাজিত ২৯ রান (৩৬ বলে) এবং আফিয়া আশিমা ২১ রান (১৯ বলে) করে গুরুত্বপূর্ণ ৩৮ রানের পার্টনারশিপ গড়েন। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ১২১ রান সংগ্রহ করে।
স্কটল্যান্ড ব্যাটিংয়ে ভালো শুরু করলেও পঞ্চম ওভারে আনিসা আক্তার ও হাবিবা ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ২ উইকেট হারায়। পিপা স্প্রাউল ৪১ ও নিয়াম মুইর ২২ রান করে ৫০ রানের পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন, তবে আনিসার ঘূর্ণিতে স্কটল্যান্ড ২০ ওভারে ৮ উইকেটে ১০৩ রানে থেমে যায়। আনিসা আক্তার ২৫ রানে ৪ উইকেট নেন।

বাংলাদেশ বনাম স্কটল্যান্ড ম্যাচের একটি দৃশ্য
প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২ উইকেটে পরাজিত হলেও স্কটল্যান্ডের বিপক্ষে জয়ে দলটি আবার ছন্দে ফিরেছে। সুপার সিক্স পর্বে ১ নম্বর গ্রুপে বাংলাদেশের মেয়েরা দুটি ম্যাচে জয়লাভ করলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১২১/৯ (সুমাইয়া ২৯*, আফিয়া ২১; নায়মা ২/১৫, মাইসিয়ে ২/২৭)
স্কটল্যান্ড: ১০৩/৮ (পিপা ৪১, নিয়াম ২২; আনিসা ৪/২৫, হাবিবা ১/১৬)
ফলাফল: বাংলাদেশ ১৮ রানে জয়ী।
ম্যাচসেরা: আনিসা আক্তার।