ডেস্ক রিপোর্ট ।।
বাংলাদেশের বোলারদের দাপটে এবং নিজেদের ভুলে মাত্র ৫০ রানে গুটিয়ে যায় নেপাল অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। রান আউটের মহড়ায় বেশ কয়েকজন ব্যাটার রান আউট হন, যার ফলে দলটি নির্ধারিত লক্ষ্যমাত্রা পাড়ি দিতে পারেনি।
শনিবার মালয়েশিয়ায় বাঙ্গি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে জয় লাভ করেছে। নেপালের দেওয়া ৫৩ রানের লক্ষ্য তাড়া করতে তেমন বেগ পেতে হয়নি বাংলাদেশকে, তবে ৫টি উইকেট হারাতে হয়েছে। ৪০ বল হাতে রেখে বাংলাদেশ জয়ের আনন্দে ভাসে।

উচ্ছ্বসিত বাংলাদেশ শিবির
টসে জিতে বাংলাদেশ নেপালকে ব্যাটিংয়ে পাঠায় এবং বোলিংয়ে দারুণ শুরু করে। নিয়মিত বিরতিতে উইকেট তুলে বাংলাদেশ ১৮.২ ওভারে নেপালকে ৫২ রানে অলআউট করে। ম্যাচসেরা জান্নাতুল মাওয়া, ফাহমিদা ছোঁয়া, আনিসা আক্তার শোভাদের দারুণ বোলিংয়ের সামনে নেপালের পাঁচ ব্যাটার রান আউট হন।
বাংলাদেশের ইনিংসে সাদিয়া ইসলাম ও অধিনায়ক সুমাইয়া আক্তারের ব্যাটে ১৩.২ ওভারে জয় নিশ্চিত হয়। সাদিয়া ১৬ রান করেন, সুমাইয়া ১২ রান করেন।

ম্যাচ সেরা জান্নাতুল মাওয়া
নেপালের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন সানা প্রবীণ। বাংলাদেশ বোলারদের মধ্যে জান্নাতুল মাওয়া ১১ রানে ২ উইকেট, ফাহোমিদা ৭ রানে ১ উইকেট, সোবা ৬ রানে ১ উইকেট এবং নিশি ১৩ রানে ১ উইকেট নেন।
বাংলাদেশের পরবর্তী ম্যাচটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০ জানুয়ারি এবং স্কটল্যান্ডের বিপক্ষে ২২ জানুয়ারি।