রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

আইরিশ মেয়েদের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ

by ঢাকাবার্তা
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ম্যাচের একটি দৃশ্য

ডেস্ক রিপোর্ট ।। 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সফররত আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে বাংলাদেশ নারী দল অসাধারণ পারফর্ম করে ১৫৪ রানে জয় লাভ করেছে। বাংলাদেশ দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে। তৃতীয় ব্যাটার শামীমা আক্তার দলের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করেন, যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস। ফারজানা হক ৬১ রান এবং অধিনায়ক নিগার সুলতানা ২৮ রান করেন।

উইকেট পাওয়ার পর মারুফার উল্লাস

উইকেট পাওয়ার পর মারুফার উল্লাস

জবাবে, আয়ারল্যান্ড দল মাত্র ৯৮ রানে অলআউট হয়। বল হাতে সুলতানা আক্তার ৩ উইকেট নেন, নাহিদা আক্তার এবং মারুফা খাতুন নেন ২টি করে উইকেট। তিনটি রানআউটও আয়ারল্যান্ডের ব্যাটিং ধসের অন্যতম কারণ।

ম্যাচ সেরা: শামীমা আক্তার ৮৯ বলে ৯৬ রানের অসাধারণ ইনিংসের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net