শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

ওয়েস্ট ইন্ডিজে ১৫ বছর পর বাংলাদেশের টেস্ট জয়

by ঢাকাবার্তা

ডেস্ক রিপোর্ট ।। 

জ্যামাইকার কিংস্টনে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট জয়ের স্বাদ পেল টাইগাররা, আর এই অর্জন সম্ভব হয়েছে তাইজুল ইসলামের অসাধারণ স্পিন বোলিংয়ে। ম্যাচে ক্যারিবিয়ান দলকে ১০১ রানে হারিয়ে বাংলাদেশ সিরিজটি ১-১ সমতায় শেষ করেছে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রটিও জয় দিয়ে শেষ করেছে।

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ সাকিব আল হাসানের নেতৃত্বে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল। সেই জয় ছিল বাংলাদেশের সাদা পোশাকে উল্লেখযোগ্য একটি অধ্যায়। দীর্ঘ ১৫ বছর পর আবার ক্যারিবিয়ান মাটিতে জয়ের গৌরব অর্জন করলো বাংলাদেশ।

কিংস্টনের স্যাবাইনা পার্কে অনুষ্ঠিত এই টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ ১৬৪ রানে অলআউট হয়। জবাবে নাহিদ রানার অসাধারণ বোলিংয়ে (৫ উইকেট) স্বাগতিক দল ১৪৬ রানে অলআউট হয়, যা দেশের বাইরে বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন ইনিংস স্কোর। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ জাকের আলির ৯১ রানের দারুণ ইনিংসের ওপর ভর করে ২৬৮ রান করে। ওয়েস্ট ইন্ডিজকে দেওয়া লক্ষ্য ছিল ২৮৭ রানের।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে কেভাম হজ (৫৫) এবং ক্রেইগ ব্রাফেট (৪৩) কিছুটা প্রতিরোধ গড়লেও তাইজুল ইসলামের ঘূর্ণিতে ক্যারিবিয়ানরা ৫০ ওভারে ১৮৫ রানে গুটিয়ে যায়। তাইজুল ৫টি উইকেট নেন। তার সঙ্গে তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ ২টি করে উইকেট শিকার করেন।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net