শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫

শুক্রবার থেকে ফের আইপিএল শুরুর পরিকল্পনা করেছে বিসিসিআই

by ঢাকাবার্তা
আইপিএল লোগো

ডেস্ক রিপোর্ট ।।

যুদ্ধবিরতির পর আগামী শুক্রবার থেকে পুনরায় আইপিএল শুরুর পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ লক্ষ্যে পাঞ্জাব কিংস ছাড়া বাকি সব দলকে আগামী মঙ্গলবার নির্দিষ্ট ভেন্যুতে রিপোর্ট করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ভারতের শীর্ষস্থানীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আজ রাতের মধ্যেই নতুন সূচি সব ফ্র্যাঞ্চাইজির কাছে পাঠানো হবে। বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, এক সপ্তাহ স্থগিত থাকার কারণে ফাইনাল পিছিয়ে ৩০ মে আয়োজনের চিন্তা করছে বোর্ড।

আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল বলেন, ‘যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এখন আমরা আইপিএল পুনরায় শুরু ও শেষ করার সুযোগ খুঁজছি। যদি তাৎক্ষণিকভাবে আয়োজন সম্ভব হয়, তাহলে আমাদের ভেন্যু ও সময়সূচি দ্রুত চূড়ান্ত করতে হবে। এ বিষয়ে সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা চলছে।’

সূত্র মতে, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদ—এই তিনটি শহরে ১৬ মে থেকে বাকি ম্যাচগুলো আয়োজনের চিন্তা করছে বিসিসিআই। কারণ, এখনো ১২টি ম্যাচ বাকি রয়েছে, এবং প্লে-অফ ও ফাইনালের জন্য প্রয়োজন ছয় দিন। তাই বোর্ড একই দিনে আরও বেশি ডাবল হেডার আয়োজনের পরিকল্পনা করছে।

বোর্ডের আরেক সূত্র নিশ্চিত করেছে, ‘সব ফ্র্যাঞ্চাইজিকে জানানো হয়েছে, যেন তারা নিজেদের খেলোয়াড়দের মঙ্গলবারের মধ্যে নির্ধারিত ভেন্যুতে পাঠায়। পাঞ্জাবের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।’

আইপিএল স্থগিত হওয়ার পর অধিকাংশ বিদেশি খেলোয়াড় ও কোচ নিজ নিজ দেশে ফিরে গিয়েছেন। এখন দলগুলো তাদের ফেরানোর ব্যবস্থা করছে। সূচি নিশ্চিত হলেই সরকার ও সম্প্রচার সংস্থাসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বিস্তারিত চূড়ান্ত করা হবে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net