রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

বইমেলা শুধু বাংলা একাডেমিতে আয়োজন করতে হবে : গণপূর্ত

বাংলা একাডেমির পক্ষ থেকে আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

by ঢাকাবার্তা
একুশে বইমেলায় দর্শনার্থীরা। ফাইল ফটো

স্টাফ রিপোর্টার ।। 

ফেব্রুয়ারি মাসজুড়ে অনুষ্ঠিতব্য অমর একুশে বইমেলা ২০২৫-এর জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেয়নি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। বাংলা একাডেমিকে (Bangla Academy) দেওয়া মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ৬ নভেম্বরের ওই চিঠিতে বলা হয়, গত বছরের ২১ নভেম্বরের সভার সিদ্ধান্ত অনুযায়ী, সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণেই অমর একুশে বইমেলা ২০২৫ আয়োজন করতে হবে।

বাংলা একাডেমির সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানেও বইমেলা আয়োজিত হচ্ছে গত কয়েক বছর ধরে।

কিন্তু গণপূর্ত মন্ত্রণালয়ের এই চিঠি অনুযায়ী, আগামী বইমেলা শুধু বাংলা একাডেমিতে আয়োজন করতে হবে।

এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের (Mohammad Azam) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে একুশে বইমেলার অনুমতি দেয়নি গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বইমেলা জমবে না, এটার অনুমতি নিতে হবে। তার জন্য আবার বাংলা একাডেমির পক্ষ থেকে আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই করতে চাই।’

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net