শুক্রবার, জুলাই ১১, ২০২৫

ছবি এঁকে হয়ে যান লাখপতি

আড়ং ডেইরির ‘ইয়োগ-আর্ট ২.০’ প্রতিযোগিতা: সেরা শিল্পীদের জন্য লাখ টাকা পুরস্কার

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার।।

আড়ং ডেইরি আয়োজন করেছে ‘ইয়োগ-আর্ট ২.০’ নামে এক অনন্য চিত্রকর্ম প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা তাদের শিল্পকর্ম প্রদর্শনের সুযোগ পাবেন এবং জিততে পারবেন দারুণ সব পুরস্কার। বিজয়ীদের জন্য রয়েছে নগদ ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার এবং বিশেষ সার্টিফিকেট।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে, শিল্পীদের একটি বৃত্ত আকৃতির ফ্রেমের ভেতরে তাদের চিত্রকর্ম তৈরি করতে হবে। জলরং, তুলি বা পেন্সিল—যেকোনো একটি মাধ্যম ব্যবহার করা যাবে। জমা দেওয়ার শেষ তারিখ ২০ জানুয়ারি ২০২৫, রাত ১২টা।

  • অংশগ্রহণের নিয়মাবলি:
  • আর্ট–পেপারে বৃত্ত এঁকে, সেটির ভেতরে চিত্রকর্মটি করতে হবে। এজন্য জলরঙ, তুলি বা পেন্সিল—যেকোনো একটি মাধ্যম ব্যবহার করা যাবে।
  • চিত্রকর্মটির স্পষ্ট চিত্রকর্ম তুলে বা স্ক্যান করে জমা দিতে হবে।
  • যেকোনো বয়সী বাংলাদেশি নাগরিক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
  • অংশগ্রহণকারীর নাম, যোগাযোগের ঠিকানা ও মোবাইল নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
  • দর্শক/পাঠককে মানসিকভাবে আঘাত করে এমন কোনো প্রচার–অযোগ্য চিত্রকর্ম গ্রহণযোগ্য হবে না।
  • কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বানানো, সংগৃহীত বা কম্পোজকৃত কোনো চিত্রকর্ম গ্রহণযোগ্য নয়।
  • জমাকৃত চিত্রকর্মের একটা শিরোনাম দিতে হবে এবং চিত্রকর্মটি সম্পর্কে অনধিক ৫০ শব্দে বিবরণ লিখে দিতে হবে।
  • নিচের ফরমটি পূরণের মাধ্যমে চিত্রকর্ম জমা দিতে হবে।
  • জমাকৃত চিত্রকর্মগুলোর মধ্যে প্রাথমিকভাবে নির্বাচিত হবে ৫০টি। সেগুলো থেকে বিচারকের রায়ে নির্বাচিত হবে সেরা দশ।
  • চূড়ান্ত বিজয়ী হিসেবে প্রথম সেরা ১ লাখ, দ্বিতীয় সেরা ৫০ হাজার এবং তৃতীয় সেরা পাবেন ৩০ হাজার টাকা পুরস্কার। বাকি সাতজন পাবেন আকর্ষণীয় পুরস্কার।
  • চিত্রকর্ম জমা দেওয়ার শেষ সময় ২০ জানুয়ারি ২০২৫, সোমবার রাত ১২টা
  • সেরা ১০টি চিত্রকর্ম আড়ং ডেইরি কর্তৃপক্ষ যেকোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবে।
  • প্রতিযোগিতা–সংক্রান্ত সব বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।

প্রাথমিকভাবে ৫০টি চিত্রকর্ম নির্বাচন করা হবে, যার মধ্যে সেরা ১০টি চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হবে। প্রথম স্থান অধিকারী পাবেন ১ লাখ টাকা, দ্বিতীয় সেরা ৫০ হাজার এবং তৃতীয় সেরা ৩০ হাজার টাকা পুরস্কার। বাকি সাতজন পাবেন আকর্ষণীয় পুরস্কার।

প্রতিযোগিতার বিস্তারিত জানতে চোখ রাখুন আড়ং ডেইরির ফেসবুক পেজে।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net