বুধবার, আগস্ট ১৩, ২০২৫

ইউসেপের স্কুলকে এমপিওভুক্ত করার আহ্বান

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার ।। 

কারগরি শিক্ষা প্রতিষ্ঠান ইউসেপের অন্তর্ভূক্ত স্কুলগুলোকে এমপিওভুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিম। সম্প্রতি ইউসেপের ঢাকা অঞ্চলের শিক্ষকদের এক প্রশিক্ষণ কর্মশালা ও ইউসেপের অর্থায়নে পরিচালিত অল্টারনেটিভ লার্নিং প্রোগ্রাম প্রকল্পের কোর্স সমাপনীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, ইউসেপের সকল শিক্ষকদের সরকারি প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। এই ব্যবস্থা করলে পাঠদানের ক্ষেত্রে যেমন সুবিধা, তেমনি সর্বোচ্চ ফলাফল আশা করা যাবে। গুগল এর তথ্য মতে বাংলাদেশের শ্রেষ্ঠ কারিগরি প্রতিষ্ঠান হলো ইউসেপ বাংলাদেশ। ইউসেপ এ প্রায় ৪২টি অকুপেশনে প্রশিক্ষণের বিশেষ ব্যবস্থা আছে। ইউসেপ বাংলাদেশ এর শিক্ষকদের যোগ্যতা এবং কর্মদক্ষতায় স্কুলগুলো সন্তোষজনকভাবে পরিচালিত হচ্ছে। তাই তিনি স্কুলগুলোকে এমপিও ভুক্ত করার প্রস্তাব রাখেন।

কর্মশালায় ইউসেপ ঢাকা অঞ্চলের প্রায় ১০০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইউসেপ বাংলাদেশ।

অনুষ্ঠানে শিক্ষাব্যবস্থা ও পরিচালনা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন মোহাম্মদপুর থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রাজু আহমেদ, পল্লবী থানার ফারজানা শারমিন, মিরপুর থানার আব্দুল কাদের ফকির, লালবাগ থানার নাসরিন সুলতানা, বাড্ডা থানার আব্দুল হাকিম ও রমনা থানার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউসেপ ঢাকা উত্তর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম। ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ। আরও উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশের প্রোগ্রাম ও ইনোভেশন পরিচালক ইঞ্জি. মোহাম্মাদ আব্দুল মান্নানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আব্দুল মজিদ কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, এ ধরনের কর্মশালা শিক্ষকদের কর্মস্পৃহা ও শিক্ষা কার্যক্রম সংক্রান্ত জ্ঞানের গভীরতা বৃদ্ধি করে। এ ছাড়া শিক্ষা কার্যক্রমে ডিজিটাল কন্টেন্ট তৈরির দক্ষতার ওপরও গুরুত্ব আরোপ করেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net