বুধবার, আগস্ট ৬, ২০২৫

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, বায়ুর মানে উন্নতি

by ঢাকাবার্তা
ঈদের ছুটিতে ঢাকার মতিঝিল। ফাইল ফটো

স্টাফ রিপোর্টার ।।

নেপালের রাজধানী কাঠমান্ডু আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে, যেখানে বায়ুর মান সূচক (AQI) ২৬০ ছুঁয়েছে।

আজ মঙ্গলবার (১ এপ্রিল) সকাল সোয়া ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত তালিকায় এই তথ্য জানা যায়। তালিকায় ভারতের রাজধানী দিল্লি ২১১ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে।

তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে থাইল্যান্ডের চিয়াং মাই (AQI ১৭১) এবং পাকিস্তানের লাহোর (AQI ১৬১)। এই দুই শহরের বায়ুও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

এদিকে, ঈদুল ফিতরের ছুটিতে ঢাকা ফাঁকা হয়ে যাওয়ায় শহরটির বায়ুর মানের উন্নতি হয়েছে। ১৩৭ স্কোর নিয়ে ঢাকার অবস্থান এখন নবম, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

ঈদের ছুটিতে ঢাকার মিরপুর রোড

ঈদের ছুটিতে ঢাকার মিরপুর রোড। ফাইল ফটো

তালিকার অন্য প্রান্তে সবচেয়ে কম দূষিত শহরগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সিয়াটল (AQI ১১) এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড (AQI ৯)।

বায়ুদূষণের মাত্রা পরিমাপে স্কোর ০-৫০ হলে ‘ভালো’, ৫১-১০০ হলে ‘মাঝারি’, ১০১-১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১-২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net