শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ঢাবিতে ধর্ষণবিরোধী আন্দোলনে গণঅবস্থানকারীদের সমর্থন

by ঢাকাবার্তা
ফ্যাসিবাদী দল নিষিদ্ধ ও বিচারের দাবির প্রচারণা শেষে গণইফতার

স্টাফ রিপোর্টার ।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ২৫ দিন ধরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তাদের দোসর রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধের দাবিতে গণঅবস্থান করা ছাত্রজনতা চলমান ধর্ষণবিরোধী আন্দোলনকে সর্বাত্মক সমর্থন জানিয়েছে।

রোববার গণঅবস্থান থেকে ফ্যাসিবাদী দল নিষিদ্ধ ও বিচারের দাবির প্রচারণা শেষে গণইফতারের আয়োজন করা হয়। এতে গণঅবস্থানকারী ছাত্রজনতার পাশাপাশি রিকশাচালক, টোকাইসহ সাধারণ পথচারী রোজাদাররাও অংশ নেন।

গণঅবস্থানে দেওয়া বক্তব্যে জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গালীব ইহসান বলেন, “গত ১৩ ফেব্রুয়ারি থেকে আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তাদের দোসরদের নিষিদ্ধের দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করছি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং গণহত্যা ও ধর্ষণের বিচারই আমাদের লক্ষ্য। তাই ধর্ষণবিরোধী আন্দোলনকে আমরা ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের নতুন ফ্রন্ট হিসেবে দেখি এবং এতে সম্পৃক্ত হওয়ার ঘোষণা দিচ্ছি।”

বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ বলেন, “আমরা রাজু ভাস্কর্যে অবস্থান করছি, কিন্তু ছাত্রীরা যখন এটিকে ধর্ষণবিরোধী মঞ্চ ঘোষণা করেছে, তখন আমরা তাদের পাশে আছি।”

বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান বলেন, “জুলাই গণহত্যাসহ ফ্যাসিবাদী আমলের বিভিন্ন অপরাধের বিচার হয়নি, যার ফলে অপরাধীরা দায়মুক্তি পাচ্ছে। এর ফলে নতুন করে শিশু ধর্ষণের মতো বিভীষিকাময় ঘটনা ঘটছে। এসব বন্ধে ফ্যাসিবাদী শাসন বিলোপ ও কঠোর শাস্তির ব্যবস্থা নিতে হবে।”

গণঅবস্থানে জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net