রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

‘অভিযানের সময় পোশাক পরতে হবে, পরিচয়পত্র দেখাতে হবে’

by ঢাকাবার্তা
আইজিপি ও ডিএমপি কমিশনারের মাঝে স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্টাফ রিপোর্টার ।।

ডিবি পুলিশের অভিযান নিয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘অভিযানের সময় অবশ্যই নির্ধারিত পোশাক পরিধান করতে হবে এবং পরিচয়পত্র দেখাতে হবে। সাদাপোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না। আইনের বাইরে কোনো কাজ করলে তা গ্রহণযোগ্য হবে না। এমনকি আমি কোনো বেআইনি আদেশ দিলেও তা মানা যাবে না।’

সোমবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে ডিবি কার্যালয়ে আলোচনা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আলোচিত ‘আয়নাঘর’ নিয়ে প্রশ্ন করলে উপদেষ্টা বলেন, ‘এখন আর আয়নাঘর বা ভাতের হোটেল বলতে কিছু থাকবে না। ডিবির পুকুর আয়নার মতো পরিষ্কার করে রাখতে হবে।’

সাম্প্রতিক পুলিশ নিয়োগে কোনো দুর্নীতি হয়নি উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘আমার কোনো দুর্নীতি থাকলে গণমাধ্যম তা প্রকাশ করুক। তবে সত্য সংবাদ প্রকাশ করতে হবে। মিথ্যা সংবাদ থেকে বিরত থাকতে হবে।’

ডিবি কার্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিবি কার্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

শৃঙ্খলার অভাবে বাদ পড়া ৩২১ উপপরিদর্শক (এসআই) সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন—এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাঁরা শৃঙ্খল না হওয়ায় বাদ পড়েছেন। সঠিক পদ্ধতিতে আবেদন না করে সচিবালয়ে অবস্থান নেওয়া তাঁদের বিশৃঙ্খলার প্রমাণ।’

সাম্প্রতিক সময়ে টেকনাফে অপহরণের ঘটনায় সবাই উদ্ধার হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের সীমান্ত পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। মিয়ানমারের আরাকান আর্মি ও মাদক চক্র সম্পর্কে সজাগ থাকতে হচ্ছে।’

ছিনতাই বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে তিনি জানান, অনেক ছিনতাইকারী ধরা পড়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লিবিয়ায় মুক্তিপণের বিষয়ে ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে তা আমলে নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net