স্টাফ রিপোর্টার ।।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)—এমন পর্যবেক্ষণ দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ বৃহস্পতিবার (২৯ মে) এই আদেশ দেন।
আদালতে ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং অ্যাডভোকেট মো. হোসেন। এদিন আদালত গেজেট ইস্যু এবং শপথ সংক্রান্ত আবেদনের নিষ্পত্তি করে জানায়, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের।
এর আগে গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ২০২০ সালের নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি। তবে আইন মন্ত্রণালয়ের মতামত না নিয়েই এই গেজেট প্রকাশ করা হয়েছে বলে মত দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
গেজেট প্রকাশের পরও শপথ না পড়ানোর দাবিতে হাইকোর্টে রিট দায়ের হয়, যা গত ২২ মে খারিজ হয়ে যায়। পরে রিটকারীর পক্ষ থেকে লিভ টু আপিল করা হয়, যার শুনানির পরই আপিল বিভাগ আজকের পর্যবেক্ষণ দেয়।
এদিকে, ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিতে দাবি জানিয়ে তার সমর্থকরা ধারাবাহিক আন্দোলনে নেমেছেন। বৃহস্পতিবার বৃষ্টি উপেক্ষা করেই ‘ঢাকাবাসী’ ব্যানারে নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সমর্থকদের পাশাপাশি সিটি করপোরেশনের কর্মচারীরাও এই কর্মসূচিতে অংশ নেন।
‘শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘মেয়র নিয়ে টালবাহানা, সহ্য করা হবে না’, ‘নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমার ভুলি নাই’—এমন নানা স্লোগানে মুখর ছিল নগর ভবন এলাকা। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগও দাবি করেন বিক্ষোভকারীরা।
১৪ মে থেকেই এই আন্দোলন শুরু হয়। ইশরাক হোসেনের সমর্থকরা জানিয়েছেন, তিনি নিজেও এই কর্মসূচিতে যোগ দেবেন।
এখন নজর রয়েছে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে—ইশরাক হোসেনের শপথ হবে কিনা, সেটাই নির্ধারণ করবে ভবিষ্যতের রাজনীতি ও প্রশাসনিক পরিস্থিতি।