বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫

চাঁদাবাজদের তালিকা তৈরি, দুদিনের মধ্যে অভিযান: ডিএমপি কমিশনার

by ঢাকাবার্তা
ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

স্টাফ রিপোর্টার ।। 

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ঘোষণা দিয়েছেন, ঢাকা শহরের চাঁদাবাজদের তালিকা তৈরি চলছে এবং দু-তিন দিনের মধ্যে এদের বিরুদ্ধে অভিযান শুরু হবে। চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়ে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের দুর্ভোগ বাড়ছে। শনিবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি জানান, চাঁদাবাজি বন্ধে কোনো ছাড় দেওয়া হবে না। তালিকা ধরে চাঁদাবাজদের গ্রেফতার শুরু হবে। এছাড়া, মোবাইল ছিনতাই ও ফুটপাত দখল রোধে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

ফুটপাতের হকারদের উচ্ছেদকে অমানবিক বললেও তাদের সংযত থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ফুটপাতে মোটরসাইকেল চলাচল বন্ধ এবং যানজটে অতিরিক্ত হর্ন বাজানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

ডিএমপি কমিশনার ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সকলকে আইন মেনে চলার আহ্বান জানান এবং ঢাকার নিরাপত্তা ও শৃঙ্খলা উন্নয়নে পুলিশ বিভাগের পদক্ষেপের কথা উল্লেখ করেন।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net