বুধবার, আগস্ট ১৩, ২০২৫

বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুতে পরিবারের আহাজারি

by ঢাকাবার্তা
মুহতাসিম মাসুদ। ফাইল ফটো

স্টাফ রিপোর্টার ।। 

পূর্বাচলে পুলিশের তল্লাশিচৌকিতে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে প্রাইভেট কারের ধাক্কায় নিহত বুয়েটের শিক্ষার্থী মুহতাসিম মাসুদের (২২) মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র ছেলের মরদেহ গ্রিনরোডের বাসায় পৌঁছালে মা রাইসা সুলতানা কান্নায় ভেঙে পড়েন।

মুহতাসিম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাবা মাসুদ মিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার পদে কর্মরত এবং তাঁর মা রাইসা সুলতানা গৃহিণী। পরিবারের একমাত্র ছেলে মুহতাসিম এবং মেয়ে—এই দুই সন্তানকে ঘিরেই তাঁদের সংসার।

দুর্ঘটনার বিবরণ
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুহতাসিম মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বুয়েটের উদ্দেশে বের হন। রাত ১১টার পরও ফিরে না আসায় তাঁর মা ফোন করেন। মুহতাসিম জানান, তিনি বন্ধুদের সঙ্গে আছেন এবং রাতে হলে থাকবেন। এরপর ভোরে পরিবারের কাছে দুর্ঘটনার মর্মান্তিক খবর পৌঁছায়।

রাত আনুমানিক তিনটার দিকে পূর্বাচলের ৩০০ ফুট সড়কের নীলা মার্কেট এলাকায় পুলিশি তল্লাশির সময় মুহতাসিম ও তাঁর দুই বন্ধুকে বহনকারী মোটরসাইকেলে বেপরোয়া গতির একটি প্রাইভেট কার ধাক্কা দেয়। এতে মুহতাসিম ঘটনাস্থলেই মারা যান। তাঁর দুই বন্ধু আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার জন্য দায়ী চালক গ্রেপ্তার
পুলিশ ঘটনাস্থল থেকে প্রাইভেট কার চালক মুবিন আল মামুন (২০) ও তাঁর দুই সঙ্গীকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের কাছ থেকে মদ ও বিয়ার পাওয়া গেছে। ডোপ টেস্টে তাঁদের মাদক গ্রহণের প্রমাণ মেলে।

পরিবারের দাবি
মুহতাসিমের বাবা বলেন, “সাবেক সেনা কর্মকর্তার ছেলে আমার সন্তানকে হত্যা করেছে। আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে এ সময় মুহতাসিমের বন্ধুরা উপস্থিত ছিলেন। মুহতাসিমের মায়ের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। ছেলেকে শেষবারের মতো বিদায় জানিয়ে তিনি বলেন, “বাবা তুমি শান্তিতে ঘুমাও। আবার দেখা হবে।”

এই দুর্ঘটনা শুধু মুহতাসিমের পরিবারকেই নয়, তাঁর বন্ধুবান্ধব ও সহপাঠীদেরও গভীরভাবে মর্মাহত করেছে। তাঁরা দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net