স্পোর্টস ডেস্ক ।।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের পরিচালক পদ বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ফলে বিসিবির সভাপতির পদ থেকেও তিনি অযোগ্য বলে বিবেচিত হয়েছেন।
জাতীয় ক্রীড়া পরিষদের প্রজ্ঞাপন জারির পর বিসিবি সভাপতির পদটি এখন শূন্য। শিগগিরই নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে।
সম্প্রতি বিসিবির ৮ পরিচালক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে চিঠি দিয়ে ফারুক আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন এবং তাঁকে অপসারণের অনুরোধ জানান। চিঠিতে স্বাক্ষর করেন—নাজমুল আবেদিন ফাহিম, মাহবুব আনাম, ফাহিম সিনহা, সাইফুল ইসলাম স্বপন চৌধুরি, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম আহমেদ, মঞ্জুর আলম ও মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী। তবে সাবেক অধিনায়ক আকরাম খান এতে স্বাক্ষর করেননি।
পরিচালকদের এই অনাস্থার ভিত্তিতেই ফারুক আহমেদের পরিচালক পদ বাতিল করে ক্রীড়া পরিষদ।
প্রসঙ্গত, গত বছরের আগস্টে ছাত্র আন্দোলনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন এবং সরকারে ব্যাপক পরিবর্তন আসে। সেই ধারায় বিসিবিতেও পরিবর্তন ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ফারুক আহমেদকে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় বিসিবির পরিচালক করা হয় এবং পরে পরিচালকদের ভোটে তিনি সভাপতির দায়িত্ব পান।
কিন্তু এক বছরের মাথায়ই সেই পদ হারাতে হলো তাঁকে।