রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

ফ্যাসিবাদের আওয়াজ আবারও শুনছি, এটা বিপজ্জনক: রিজভী

by ঢাকাবার্তা
রুহুল কবীর রিজভী

স্টাফ রিপোর্টার ।।

ফ্যাসিবাদের কণ্ঠের আওয়াজ কখনো কখনো আবারও শোনা যাচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “বাংলাদেশে যদি আবারও ফ্যাসিবাদের আওয়াজ ওঠে, তবে শহীদ জাহিদের আত্মার কাছে আমরা কী জবাব দেব?”

শুক্রবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে অনুষ্ঠিত এক আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আয়োজিত এই আয়োজনে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসানের ক্যান্সার চিকিৎসার জন্য অর্থ সহায়তা দেওয়া হয়। এসময় শহীদের মাতা ফাতেমা তুজ জোহরার হাতে সহায়তা তুলে দেওয়া হয়।

রিজভী বলেন, “আমাদের রাজনৈতিক ক্রান্তিকাল এখনো শেষ হয়নি। বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে থাকা মামলাগুলো এখনো প্রত্যাহার হয়নি। শেখ হাসিনার দোসরদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সেখানে প্রশাসক বসানো হয়, যা অনৈতিক। এসব প্রতিষ্ঠান চালু রাখা বা সরকার টেকওভার করলেই শ্রমিকরা ছাঁটাই থেকে রক্ষা পাবে।”

তিনি আরও বলেন, “আজও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করা হয়নি, যিনি গণতন্ত্রের পথ রুদ্ধ করে শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ তৈরি করেছেন। তিনিই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মূল নায়ক। জুলাই গণহত্যায়ও তাঁর দায় রয়েছে।”

বিচারব্যবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করে রিজভী বলেন, “বিচারক আখতারুজ্জামান মিথ্যা মামলায় দেশনেত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দেন। পরে হাইকোর্টের বিচারপতি ইনায়েতুর রহিম তা বাড়িয়ে ১০ বছর করেন। এই বিচারকরা গণতন্ত্রের হত্যাকারী। একইভাবে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন ও কেএম নুরুল হুদাও দায়ী। তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং পরিচালনা করেন সাংবাদিক জাহিদুল ইসলাম রনি। বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, আবুল কাশেম, আলমগীর কবির ও সদস্য নাজমুল হাসান প্রমুখ।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net