ডেস্ক রিপোর্ট ।।
সিয়াটলে অনুষ্ঠিত তাসভির ফিল্ম মার্কেটে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের দুটি নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যা তার ক্যারিয়ারে ডার্ক কমেডি ও ক্রাইম থ্রিলারে নতুন মাত্রা যোগ করবে বলে জানিয়েছে ভ্যারাইটি। এই উৎসবটি দক্ষিণ এশিয়ার একমাত্র অস্কার-যোগ্য ফিল্ম ফেস্টিভ্যাল।
‘বিহাইন্ড দ্য সিনস’ নামের প্রথম প্রকল্পটি এক নিউজরুমের নেপথ্যে অন্ধকারময় কমেডি নিয়ে নির্মিত। এটি নির্মাণ করছেন বিলাল সামি, রেজা নামাজি ও সুরি গোপালান। ফাওয়াদ খান এ প্রকল্পে ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছেন, এবং মোডক্সি মিডিয়া থেকে মোহাম্মদ আলি নকভি থাকবেন নির্বাহী প্রযোজক হিসেবে।
এ ছাড়া, ‘দ্য প্রিজনার’ নামে ক্রাইম সিরিজটিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন খান। এটি ওমর শহিদের বেস্টসেলার উপন্যাস অবলম্বনে তৈরি। এতে ১৯৯০-এর দশকের করাচির বিপজ্জনক রাজনৈতিক পরিবেশে দুই সাহসী পুলিশ অফিসারের মিশন নিয়ে গল্প এগোবে।
তাসভির ফিল্ম মার্কেটের নির্বাহী পরিচালক রিতা মেহের বলেন, “এই মার্কেটটি সৃষ্টিশীলদের জন্য নতুন পথ ও সংযোগ স্থাপন করেছে, যা দক্ষিণ এশিয়ার সিনেমা জগতকে বিশ্বব্যাপী তুলে ধরতে সাহায্য করবে।”