শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

তাসভিরে ফাওয়াদ খানের দুই প্রকল্প

by ঢাকাবার্তা
ফাওয়াদ খান

ডেস্ক রিপোর্ট ।। 

সিয়াটলে অনুষ্ঠিত তাসভির ফিল্ম মার্কেটে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের দুটি নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যা তার ক্যারিয়ারে ডার্ক কমেডি ও ক্রাইম থ্রিলারে নতুন মাত্রা যোগ করবে বলে জানিয়েছে ভ্যারাইটি। এই উৎসবটি দক্ষিণ এশিয়ার একমাত্র অস্কার-যোগ্য ফিল্ম ফেস্টিভ্যাল।

‘বিহাইন্ড দ্য সিনস’ নামের প্রথম প্রকল্পটি এক নিউজরুমের নেপথ্যে অন্ধকারময় কমেডি নিয়ে নির্মিত। এটি নির্মাণ করছেন বিলাল সামি, রেজা নামাজি ও সুরি গোপালান। ফাওয়াদ খান এ প্রকল্পে ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছেন, এবং মোডক্সি মিডিয়া থেকে মোহাম্মদ আলি নকভি থাকবেন নির্বাহী প্রযোজক হিসেবে।

ফাওয়াদ খান ও সোনম কাপুর। খুবসুরতের প্রমোশনে।

ফাওয়াদ খান ও সোনম কাপুর। খুবসুরতের প্রমোশনে।

এ ছাড়া, ‘দ্য প্রিজনার’ নামে ক্রাইম সিরিজটিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন খান। এটি ওমর শহিদের বেস্টসেলার উপন্যাস অবলম্বনে তৈরি। এতে ১৯৯০-এর দশকের করাচির বিপজ্জনক রাজনৈতিক পরিবেশে দুই সাহসী পুলিশ অফিসারের মিশন নিয়ে গল্প এগোবে।

তাসভির ফিল্ম মার্কেটের নির্বাহী পরিচালক রিতা মেহের বলেন, “এই মার্কেটটি সৃষ্টিশীলদের জন্য নতুন পথ ও সংযোগ স্থাপন করেছে, যা দক্ষিণ এশিয়ার সিনেমা জগতকে বিশ্বব্যাপী তুলে ধরতে সাহায্য করবে।”

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net