১৭
স্টাফ রিপোর্টার ।।
রাজধানীর ফার্মগেটের মানসী প্লাজার বেজমেন্টে আগুন লেগেছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস বলেছে, সাততলা ভবনের ওই প্লাজার নিচতলায় পুরোনো মালপত্র রাখা ছিল। সেখানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এতে কেউ হতাহত হয়নি।
আগুন ভয়াবহ নয়। কিন্তু অনেক ধোঁয়া থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।