ডেস্ক রিপোর্ট ।।
বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম মুখ সানজিদা আক্তার শুধু মাঠেই নন, ফ্যাশন সেন্সেও সচেতন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পাকিস্তানি অভিনেত্রী ও গায়িকা হানিয়া আমিরের স্টাইল তাঁর কাছে সবচেয়ে পছন্দের। ঢাকায় প্রথমবারের মতো সানসিল্ক বাংলাদেশের বিশেষ ইভেন্টে যোগ দিতে আসছেন হানিয়া আমির। কোটি ভক্তের প্রিয় এই তারকার হাসি, প্রাণবন্ত ব্যক্তিত্ব আর ফ্যাশন সচেতনতা সানজিদার কাছেও অনুপ্রেরণা হয়ে উঠেছে।

হানিয়া আমির
হানিয়া ইতোমধ্যে পাকিস্তানজুড়ে ও দক্ষিণ এশিয়ায় নিজের অভিনয় দক্ষতা ও গ্ল্যামার দিয়ে তরুণদের আইকন হয়ে উঠেছেন। এবার ঢাকায় এসে সানসিল্ক ব্ল্যাক শাইন উন্মোচনের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশেও শুরু করছেন তাঁর ব্র্যান্ড যাত্রা।
ফুটবল মাঠ থেকে বিজ্ঞাপনের ফটোশুট—সবখানেই আত্মবিশ্বাসী সানজিদা মনে করেন, খেলার পাশাপাশি ব্যক্তিত্ব ও ফ্যাশন সচেতনতাও গুরুত্বপূর্ণ। আর হানিয়া আমিরের স্টাইল তাঁকে সেই দিকেই অনুপ্রাণিত করছে।