সোমবার, মার্চ ১৭, ২০২৫

সাবেক আইজিপি মামুন ফের রিমান্ডে

by ঢাকাবার্তা
সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

স্টাফ রিপোর্টার ।।

পথচারী জনি হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার আদালত সূত্রে জানা যায়, গত সোমবার মামুনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক সিকদার মহিতুল আলম তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন জানিয়ে বলেন, মামুন ইতিমধ্যে ৭৫ দিন রিমান্ডে ছিলেন এবং যা বলার তা বলেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ৫ আগস্ট দুপুরে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মো. মাসুদুর রহমান জনি রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল। গুরুতর আহত অবস্থায় তাকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হলে ১২ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ২৯ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net