স্টাফ রিপোর্টার ।।
দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর দেশে ফিরছেন বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি এতদিন দেশের বাইরে ছিলেন। সম্প্রতি মিথ্যা মামলায় খালাস পাওয়ার পর তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২৮ ডিসেম্বর তিনি বাংলাদেশে পৌঁছাবেন। তার স্বদেশ প্রত্যাবর্তনের খবরে কুমিল্লার মুরাদনগরসহ বিভিন্ন স্থানে আনন্দের জোয়ার বইছে।
এদিকে, কায়কোবাদের দেশে ফেরার খবর শুনে তুরস্কের সংসদ সদস্য ডগান বেকিন তার ইস্তাম্বুলের বাসায় যান। রবিবার সন্ধ্যায় তিনি স্বপরিবারে কায়কোবাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ডগান বেকিন খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেন। এছাড়া তিনি বাংলাদেশের ছাত্র আন্দোলন ও ড. ইউনূসের নেতৃত্বে পরিচালিত অন্তর্বর্তী সরকারের ভূয়সী প্রশংসা করেন।