বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

“শপথ চাই, দায়িত্ব চাই”—স্লোগানে মুখর শাহবাগ থেকে যাত্রাবাড়ী

ইশরাককে শপথে বিলম্ব: চতুর্থ দিনে নগর ভবনের ফটকে তালা, দাবিতে অনড় ঢাকাবাসী

by ঢাকাবার্তা
নগর ভবনে ইশরাক হোসেনের সমর্থকদের অবস্থান

স্টাফ রিপোর্টার ।।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চতুর্থ দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাঁর সমর্থকেরা।

আজ রোববার সকাল সাড়ে ৯টা থেকে গুলিস্তানের নগর ভবনের প্রধান ফটকের সামনে ‘ঢাকাবাসী’ ব্যানারে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। মূল ফটকে তালা ঝুলতে দেখা গেছে, যদিও একটি পকেট গেট খোলা রাখা হয়েছে।

ইশরাকের সমর্থকেরা নগর ভবনের সামনের সড়ক আংশিক অবরোধ করে বিক্ষোভ করছেন। ফলে জনসাধারণ এবং কর্মকর্তা-কর্মচারীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। কেবল বিক্ষোভকারীরাই ভেতরে প্রবেশ করতে পারছেন। এতে নগরের নাগরিক সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নগর ভবনের চারপাশে মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমর্থকেরা নগর ভবনের সামনে জড়ো হচ্ছেন। তাঁরা বলছেন, সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে শপথ বিলম্বিত করছে। ‘শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘টালবাহানা চলবে না’, ‘অবিলম্বে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে’—এমন নানা স্লোগানে তারা প্রতিবাদ জানাচ্ছেন।

যাত্রাবাড়ীর বাসিন্দা তৌহিদুল ইসলাম বলেন, “ইশরাক হোসেন জনগণের ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন। এখন তাঁকে শপথ না করানো জনগণের রায়ের প্রতি অবজ্ঞা। আমরা তাঁকে দ্রুত মেয়র হিসেবে দায়িত্ব নিতে দেখতে চাই।”

পুরান ঢাকা থেকে আসা ফাতেমা বেগম বলেন, “গেজেট প্রকাশের পরও তাঁকে শপথ করানো হয়নি। এটা সম্পূর্ণ অযৌক্তিক বিলম্ব। আমরা অনতিবিলম্বে তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।”

গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, “নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা হয়েছিল। শেখ ফজলে নূর তাপস প্রভাব খাটিয়ে সেই মামলার প্রক্রিয়া থামাতে চেয়েছিলেন। আদালত তখন আওয়ামী লীগের প্রভাবাধীন ছিল। তবুও আমরা সব আইনি প্রক্রিয়া মেনে জয়লাভ করেছি।”

তিনি আরও বলেন, “গেজেট প্রকাশের ২০ দিন পার হয়ে গেলেও এখনো আমাকে শপথ করানো হয়নি। অথচ আমি সম্পূর্ণ প্রস্তুত আছি। এটা সরকারপ্রধানের নির্দেশ ছাড়া সম্ভব নয়।”

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিএনপির ইশরাক হোসেনকে প্রায় পৌনে দুই লাখ ভোটে পরাজিত করেন। কিন্তু দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৫ সালের ২৭ মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধভাবে নির্বাচিত ঘোষণা করে।

এরপর ২২ এপ্রিল নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের পরামর্শক্রমে গেজেট প্রকাশ করে, যাতে স্পষ্টভাবে বলা হয়—ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটির বৈধ মেয়র।

গতকাল শনিবার ইশরাকের সমর্থকেরা নগর ভবনের মূল ফটক ও বিভিন্ন বিভাগের দপ্তরে তালা দেন। এতে নগরের নাগরিক সেবা কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে।

এছাড়া দক্ষিণ সিটির অন্তত ১০টি আঞ্চলিক কার্যালয়েও তালা ঝুলিয়ে দেওয়া হয়। ফলে জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স আবেদন ও নবায়ন, কর পরিশোধসহ অন্যান্য সেবা বন্ধ হয়ে গেছে।

ইশরাকপন্থীদের ঘোষণা, যতক্ষণ না তাঁকে শপথ করিয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে, ততক্ষণ তাঁদের কর্মসূচি চলবে। তাঁরা বলছেন, এটি শুধুই একজন নেতার প্রশ্ন নয়, এটি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার আন্দোলন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net