শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

সিটি ব্যাংকের নতুন চেয়ারম্যান হোসেন খালেদ

by ঢাকাবার্তা
হোসেন খালেদ। ফাইল ফটো

স্টাফ রিপোর্টার ।। 

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি ব্যাংক সিটি ব্যাংক পিএলসি–এর পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে হোসেন খালেদ–কে নির্বাচিত করা হয়েছে। রোববার (২৭ জুলাই) ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তি।

হোসেন খালেদ সিটি ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক এবং গত সাত বছর ধরে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটি এবং ঝুঁকি ব্যবস্থাপনা (Risk Management) কমিটির সদস্য হিসেবেও যুক্ত আছেন।

হোসেন খালেদ শুধু ব্যাংকিং খাতেই নয়, বাংলাদেশের বেসরকারি খাত ও ব্যবসায়ী নেতৃত্বেও তার রয়েছে বিস্তৃত অভিজ্ঞতা। তিনি চার মেয়াদে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (DCCI) সভাপতি ছিলেন। পাশাপাশি, তিনি বাংলাদেশ বেটার বিজনেস ফোরাম (BBBF)–এর কো-চেয়ারম্যান এবং ইন্টারপ্রেনিয়ার্স অর্গানাইজেশন (EO) বাংলাদেশ চ্যাপ্টার–এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

হোসেন খালেদের একটি অনানুষ্ঠানিক ছবি। আনোয়ার গ্রুপের সৌজন্যে।

হোসেন খালেদের একটি অনানুষ্ঠানিক ছবি। আনোয়ার গ্রুপের সৌজন্যে।

শিক্ষাজীবনে, তিনি যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের University of Toledo থেকে অ্যাকাউন্টিংয়ে বিবিএ এবং Texas A&M University থেকে আন্তর্জাতিক ব্যাংকিংয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

হোসেন খালেদ বর্তমানে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ–এর গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত। তার পিতা প্রয়াত আনোয়ার হোসেন ছিলেন আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা এবং সিটি ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক। আনোয়ার হোসেন চার মেয়াদে সিটি ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

ব্যাংকিং কর্মকাণ্ড ছাড়াও হোসেন খালেদ সিটি ব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান—সিটি ব্রোকারেজ লিমিটেড এবং সিটি হংকং লিমিটেড–এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তিনি আগের চেয়ারম্যান, আজিজ আল কায়সার–এর স্থলাভিষিক্ত হলেন, যিনি পারটেক্স স্টার গ্রুপের চেয়ারম্যান হিসেবে পরিচিত।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net