স্টাফ রিপোর্টার ।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, একাত্তরে জামায়াত কোনো ভুল করলে এবং সেটি নির্ভুলভাবে প্রমাণিত হলে, তিনি জাতির কাছে ক্ষমা চাইবেন।
স্থানীয় সময় মঙ্গলবার পূর্ব লন্ডনে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে শফিকুর রহমান দাবি করেন, ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চৌধুরী মুঈনুদ্দীনের বিচারের রায় যুক্তরাজ্যের বিচারপতিরা ‘ন্যায়বিচারের হত্যাকাণ্ড’ বলে মন্তব্য করেছেন। এ সময় তিনি অভিযোগ করেন, ‘১৫ বছর আমাদের অফিসে বসার বা কথা বলার সুযোগ দেওয়া হয়নি। এমনকি কোনো র্যালি করতেও দেওয়া হয়নি। সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে নিজেদের বার্তা পৌঁছানোর সুযোগও আমরা পাইনি।’
২০২৪-এর গণ–অভ্যুত্থানের শহিদদের স্বীকৃতি দাবি
গণ–অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। তিনি বলেন, ‘এ অভ্যুত্থানে দেশের সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিল। দেশের বাইরের অনেকেও আমাদের সমর্থনে কাজ করেছেন। আমরা তাঁদের সবাইকে কৃতজ্ঞতা জানাই।’
‘ইন্টেলিজেন্স রেমিট্যান্স’ আহ্বান
প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘রেমিট্যান্সের মাধ্যমে প্রবাসীরা বাংলাদেশকে গুরুত্বপূর্ণ সহায়তা করছেন। কিন্তু শুধুমাত্র অর্থ নয়, আমি বুদ্ধিবৃত্তিক অবদানের জন্যও তাঁদের প্রতি আহ্বান জানাই। ইন্টেলিজেন্স রেমিট্যান্স আমাদের জাতিগত উন্নয়নে সহায়ক হবে।’
দুর্নীতির সমালোচনা
বিগত সরকারের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়ন প্রকল্পে অস্বাভাবিক ব্যয় দেখানো হয়েছে। এ অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় একই প্রকল্পে তিনগুণ ব্যয় করা হয়েছে। সময়মতো কোনো প্রকল্প শেষ না করায় অতিরিক্ত সময় এবং ব্যয়ে দেশের সম্পদ অপচয় হয়েছে।
তিনি আরও বলেন, ‘জাতিগত বিভাজন এবং দুর্নীতি আমাদের পিছিয়ে দিয়েছে। এটি আমাদের জন্য জাতীয় লজ্জার বিষয়। যুক্তরাজ্যের মতো দুর্নীতিমুক্ত দেশগুলো বিশ্বে মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছে। কিন্তু আমরা সেই পথে হাঁটতে পারিনি।’
অনুষ্ঠানে অন্যদের উপস্থিতি
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর ইউরোপের মুখপাত্র আবু বকর মোল্লা, আবু সালেহ ইয়াহইয়া এবং ইমাম উদ্দিনসহ বিভিন্ন নেতা ও প্রবাসী সাংবাদিকরা অংশ নেন। দেশাত্মবোধক গান পরিবেশন করেন কামাল হোসাইন।