শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

অনিয়মের অভিযোগ উপেক্ষা: আব্দুস সালাম ব্যাপারী ঢাকা ওয়াসার এমডি

পদোন্নতি ও বিজ্ঞপ্তি পরিবর্তনের মাধ্যমে আব্দুস সালাম ব্যাপারীকে তিন বছরের চুক্তিতে নিয়োগ

by ঢাকাবার্তা
আব্দুস সালাম ব্যাপারী

স্টাফ রিপোর্টার ।। 

সরকার বিতর্ক, শর্ত বদল ও অনিয়মের অভিযোগ উপেক্ষা করে আব্দুস সালাম ব্যাপারীকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ দিয়েছে। ১১ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। আদেশ অনুযায়ী যোগদানের দিন থেকেই নিয়োগ কার্যকর হবে।

নিয়োগের সিদ্ধান্তে ওয়াসার ভেতরে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কিছু শীর্ষ কর্মকর্তা অভিযোগ করছেন, পুরো প্রক্রিয়াটি পরিকল্পিতভাবে পরিচালিত হয়েছে। এমডি পদে আব্দুস সালামকে বসানোর জন্য আট মাস ধরে ধাপে ধাপে নিয়ম ভেঙে পথ তৈরি করা হয়েছে।

ঢাকা ওয়াসার এমডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রথমবার প্রকাশিত হয় ২১ মার্চ। সেই সময়ে আব্দুস সালাম তৃতীয় গ্রেডের না হওয়ায় আবেদন যোগ্য ছিলেন না। তিন দিনের মাথায় বিজ্ঞপ্তি পরিবর্তন করে বয়স শিথিলযোগ্য বিধান বাদ দেওয়া হয়। এরপর তাঁকে দ্রুত পদোন্নতি দিয়ে তৃতীয় গ্রেডে উন্নীত করা হয় এবং প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

শেষ বিজ্ঞপ্তি ১৫ জুলাই প্রকাশিত হয়, যেখানে আবেদনকারীদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করে সাক্ষাৎকারের জন্য আহ্বান জানানো হবে। তবে ৩৭ জনের মধ্যে অভিজ্ঞ অনেক প্রার্থীকে সাক্ষাৎকারে ডাকা হয়নি। পরিবর্তে ওয়াসার ‘কর্মসম্পাদন সহায়তা কমিটি’ সরাসরি তিনজনের তালিকায় আব্দুস সালামের নাম প্রথম স্থানে রেখে মন্ত্রণালয়ে পাঠায়।

ওয়াসার কর্মকর্তা জানিয়েছেন, চার বছরের বেশি সময় দুর্নীতির অভিযোগে সংযুক্ত থাকা আব্দুস সালামকে এমডি করা হয়েছে। আব্দুস সালাম বলছেন, ঢাকা ওয়াসার প্রকৌশল কাজে তাঁর মতো অভিজ্ঞ প্রকৌশলী অন্য কাউকে নেই।

ঢাকার পানিসম্পদ প্রকল্পে ৪৩ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। এমডি পদে কে বসেছে, তা প্রকল্পের কার্যকারিতা ও অর্থের ব্যবহারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net