বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

হাইক্কার খালের জায়গা দখল করে নির্মিত ভবন উচ্ছেদ

by ঢাকাবার্তা
হাইক্কার খালে ভবন উচ্ছেদ

স্টাফ রিপোর্টার ।। 

রাজধানীর মোহাম্মদপুরের হাইক্কার (কাটাসুর) খালের জায়গা দখল করে নির্মিত দোতলা একটি ভবনের পুরোটা ও তিনতলা একটি ভবনের আংশিক অংশ গুঁড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানে টিনের পাঁচটি ঘরও ভেঙে ফেলা হয়, যেগুলো দোতলা ভবনের দুই পাশে খালের জায়গার মধ্যে নির্মিত ছিল। এসব ভবন ও ঘর বাসাবাড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

ঢাকা উত্তর সিটির কর্মকর্তারা জানিয়েছেন, দোতলা ভবনের পুরোটা এবং তিনতলা ভবনের প্রায় ২০ ফুট অংশ খালের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছিল। অভিযানে খালের জায়গায় থাকা স্থানীয় একটি মসজিদের শৌচাগার ও সীমানাদেয়ালও ভেঙে ফেলা হয়। মসজিদের যেসব অংশ খালের ভেতরে রয়েছে, সেগুলোও ভাঙা হবে বলে জানানো হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, “সরকারি খাল-বিল দখল করে যারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, তাদের সময় শেষ। কোনো নোটিশ নয়, সরাসরি উচ্ছেদ করা হবে।” তিনি আরও বলেন, “হাইক্কার খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর খাল খনন করে রায়েরবাজার কবরস্থানের দেয়াল ভেঙে লাউতলা খালের সঙ্গে সংযোগ করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে।”

এ সময় ডেঙ্গু নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রস্তুতি নিয়েও কথা বলেন ডিএনসিসির প্রশাসক। তিনি জানান, ডেঙ্গু মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করা হচ্ছে। এ বিষয়ে মঙ্গলবার সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকও হয়েছে। মশকনিধনে সেনাবাহিনীর সহায়তা নেওয়ার পরিকল্পনার কথাও তিনি জানান।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net